জাতীয় ঐক্যের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে : ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের


৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৪

টাঙ্গাইল সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের সব রাজনৈতিক দলকে আহ্বান জানিয়ে বলেছেন, জাতীয় ঐক্যের মধ্য দিয়ে দেশকে এগিয়ে নিতে হবে। দলীয় স্বার্থে আমরা যেন আর অন্ধ না হই, কেউ যেন ভারতীয় সহানুভূতি পাওয়ার চেষ্টা না করি। ভারতের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আর কোনো পরাশক্তির কাছে বাংলাদেশ মাথানত করবে না। গত ১ ফেব্রুয়ারি শনিবার দুপুরে জেলা শহরের পৌর উদ্যানে জেলা জামায়াতের ওয়ার্ড প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান। টাঙ্গাইল জেলা জামায়াতে ইসলামীর আমীর আহসান হাবীব মাসুদের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ মোহাম্মদ ইজ্জত উল্লাহ, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ড. মাওলানা খলিলুর রহমান মাদানী, ন্যাশনাল ডক্টরস ফোরামের সাবেক ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক ডা. রুহুল আমিন, জেলা নায়েবে আমীর অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক, সহকারী সেক্রেটারি অধ্যাপক শফিকুল ইসলাম খান, জেলা কর্মপরিষদ সদস্য ড. আতাউর রহমান, অধ্যক্ষ মোন্তাজ আলী, ন্যাশনাল ডক্টরস ফোরামের টাঙ্গাইল জেলা সভাপতি ডা. একেএম আব্দুল হামিদ, অধ্যাপক ড. মোজাম্মেল হোসাইন, গোপালপুর উপজেলা আমীর মো. হাবিবুর রহমান তালুকদার, ইসলামী ছাত্রশিবিরের জেলা সেক্রেটারি মো. আব্দুর রাজ্জাক প্রমুখ।
সাবেক এমপি তাহের বলেন, আগামী নির্বাচন সুষ্ঠু হতে হবে, কেউ সুুষ্ঠু নির্বাচনে বাধা হলে তাকে বিচারের মুখোমুখি করতে হবে। আগামীতে জামায়াত নির্বাচিত হলে সব মানুষের জন্য ন্যায়বিচার নিশ্চিত করা হবে। ৫ আগস্ট বিপ্লবের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র জাতি সহ্য করবে না।
তিনি বলেন, দেশের মানুষ অনেক রাজনৈতিক মতবাদ ও দফার শাসন দেখেছেন, সোনার বাংলা-সবুজ বাংলা-নতুন বাংলার স্লোগান শুনেছেন। কিন্তু কোনো স্লোগানই বাংলার মানুষকে মুক্তি দিতে পারেনি। যদি মুক্তি দিতে পারতো, চালের কেজি ৭০ টাকা হতো না। ফেলানীর লাশ সীমান্তের কাঁটাতারে ঝুলতো না। শুষ্ক মৌসুমে ফারাক্কায় গরুর গাড়ি পারাপারের দৃশ্য আমাদের দেখতে হতো না। এবার মানুষ ইসলামী শাসন দেখতে চান। কৃষক-শ্রমিকসহ সব শ্রেণি-পেশার মানুষ মুক্তি পেতে জামায়াতে ইসলামীকে দেশ পরিচালনার দায়িত্ব দিতে চায়।
জামায়াতে ইসলামীর প্রতিটি কর্মীকে দায়িত্ব পালনের চ্যালেঞ্জ গ্রহণের প্রস্তুতি নিতে হবে। আগামী নির্বাচন জামায়াতে ইসলামীর জন্য ৫ আগস্টে আল্লাহপাকের রহমতের মতো আর একটি রহমত হতে পারে।
চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের শীতবস্ত্র বিতরণ: কুমিল্লা সংবাদদাতা জানান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ৫ আগস্টে শুধু স্বৈরাচার সরকারের পতন নয়, আধিপত্যবাদী, ইসলামবিদ্বেষী ভারতেরও পরাজয়। ভারতের প্রভুত্বের রাজনীতি বাংলাদেশের আর চলতে দেবে না জনগণ। বাংলাদেশে গণতন্ত্র থাক- এ প্রতিবেশী দেশ কখনো চায় না। এদেশের স্বাধীনতাকে নষ্ট করতে ষড়যন্ত্র করছে, সেটি প্রতিহত করতে হবে। গত ৩১ জানুয়ারি শুক্রবার বিকালে চৌদ্দগ্রাম আলকরা ইউনিয়নের পশ্চিম ডেকরা গ্রামে উপজেলা জামায়াত আয়োজিত শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা জামায়াতের আমীর মু. মাহফুজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ডা. তাহের আরো বলেন, দেশে লুটপাটের কারণেই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। আগামী নির্বাচনে সৎ, যোগ্য ব্যক্তিরা নির্বাচিত হলে ৭০ টাকার চাল ৩০ টাকায় নেমে আসবে। লুটপাট, চাঁদাবাজদের জনগণ ভোট দেবে না। ফ্যাসিবাদী আ’লীগ বিগত ১৬ বছর তাদের শাসনামলে গোটা দেশকে একটি সন্ত্রাসী, দুর্নীতিবাজ, তাঁবেদার ও অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত করেছিল। দেশকে নিয়ে আজ গভীর ষড়যন্ত্র চলছে। সকল দলকে স্বাধীন-সার্বভৌমত্ব প্রশ্নে এক কাতারে এসে জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। ‘নির্বাচনের আগে সংস্কার জরুরি। তবে সংস্কারের নামে নির্বাচন নিয়ে কালক্ষেপণ জনগণ মেনে নেবে না। এদিকে ৩১ জানুয়ারি শুক্রবার সকাল ১০টায় চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের চৌমুহনী মর্ডান স্কুল এন্ড মাদরাসা ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির এবং চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াত আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডা. তাহের।
তাসফিরুল কুরআন মাহফিলে প্রধান মুফাসসির হিসেবে আলোচনা করেন মুফতি আমির হামজা। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা আবদুল হালিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুমিল্লা জেলা দক্ষিণের আমীর মোহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে আমীর মাহফুজুর রহমান। বিশেষ মুফাসসির হিসেবে বক্তব্য রাখেন মাওলানা ইয়াহিয়া তাকী, পৌরসভা জামায়াতের আমীর মাওলানা ইব্রাহীম, উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন, উপজেলা জামায়াতে সহকারী সেক্রেটারি আব্দুর রহিম, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ একরামুল হক হারুন, পৌরসভা জামায়াতের নায়েবে আমীর কাজী ইয়াছিন, পৌরসভা সেক্রেটারি মোশারফ হোসেন ওপেল, আলকরা ইউনিয়ন জামায়াতের আমীর কুতুব উদ্দিন, গুণবতি ইউনিয়ন আমীর ইউসুফ মেম্বার, ডা. মান্জুর আহম্মেদ সাকী, বিশিষ্ট ব্যবসায়ী তোফায়েল আহম্মেদ সুমন, আলকরা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি নাছির আহম্মেদসহ ইউনিয়ন ও পৌরসভা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। চৌদ্দগ্রাম উপজেলায় বিভিন্ন গ্রামে প্রায় বিশ হাজার অসহায়-সুবিধাবঞ্চিত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।