জাতীয় ও স্থানীয় নির্বাচনে সর্বশক্তি নিয়োগ করবে জামায়াত-এটিএম মা’ছুম
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:২৩
কুমিল্লা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবু তাহের মোহাম্মদ মা’ছুম বলেছেন, দেশে জামায়াতকে গণজাগরণ তৈরি করতে হবে। ঘরে-বাইরে ইসলামী জাগরণে তৎপরতা চালাতে হবে। প্রতিটি ঘরে ইসলামের দাওয়াত পৌঁছাতে হবে। একটি দলকে এখনো দেশের মানুষ পরীক্ষা করেনি আর সে দলটি হচ্ছে জামায়াতে ইসলামী। দেশের মানুষের মনে জামায়াতের ওপর আস্থা তৈরি হয়েছে।
গত ১ ফেব্রুয়ারি শনিবার সকালে কুমিল্লা মহানগরী জামায়াতে ইসলামী আয়োজিত ওয়ার্ড, ইউনিয়ন ও ইউনিট দায়িত্বশীলদের ‘বার্ষিক পরিকল্পনা ওরিয়েন্টেশন’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কুমিল্লা মহানগর জামায়াতের আমীর কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবুল হাসানাত মু. আবদুল হালিম ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও নোয়াখালী জেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আলাউদ্দিন। মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমানের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন কুমিল্লা মহানগর জামায়াতের নায়েবে আমীর মুসলেহ উদ্দিন ও সহকারী সেক্রেটারি কামরুজ্জামান সোহেল।