বাঘারপাড়ায় জামায়াতে ইসলামীর কম্বল বিতরণ
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৭
জাহাঙ্গীর আলম, চৌগাছা (যশোর) : বাংলাদেশ জামায়াতে ইসলামী বাঘারপাড়া উপজেলা শাখার উদ্যোগে শীতকাতর হতদরিদ্র, দুস্থ, গরিবদের মাঝে কম্বল বিতরণ করা হয়। গত বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল ৪টায় বাঘারপাড়া মডেল মাদরাসা প্রাঙ্গণে এ কম্বল বিতরণ করা হয়। উপজেলা আমীর মাওলানা রফিকুল ইসলামের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি গোলাম কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন জেলা প্রচার সেক্রেটারি অধ্যাপক শাহাবুদ্দিন বিশ্বাস। আরো বক্তব্য রাখেন বাঘারপাড়া উপজেলা নায়েবে আমীর আব্দুস সাত্তার, বাঘারপাড়া উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল জব্বার পৌরসভার শাখার সেক্রেটারি আব্দুল হক শ্রমিক নেতা আব্দুল হাই, রিয়াজুল ইসলাম প্রমুখ। নেতৃবৃন্দ বলেন, জামায়াতে ইসলামী একটি মানবিক সংগঠন। জামায়াত সুযোগ পেলে একটি মানবিক রাষ্ট্র গঠন করবে। সকল ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই সুখে-শান্তিতে থাকতে পারবে। কারোর মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, চুরি-ডাকাতি-ছিনতাই থাকবে না, সবার কাছে আমরা সহযোগিতা চাই। সবাই সবার অধিকার ফিরে পাবে। ন্যায়-ইনসাফের সমাজ প্রতিষ্ঠা হবে, ইনশাআল্লাহ।