অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে জামায়াতের সহায়তা প্রদান
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৯:০৭
রাজৈর (মাদারীপুর) সংবাদদাতা: রাজৈর উপজেলার দিঘলিয়া কাসিমপুর গ্রামে অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে যাওয়া আবুল কালামের বাড়ি পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান করেছেন জামায়াত মনোনীত মাদারীপুর-২ আসনের এমপি প্রার্থী মাওলানা আব্দুছ ছোবহান খান। গত ৩ ফেব্রুয়ারি সোমবার সকালে এ সহায়তায় প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আমীর আলী আহম্মদ আকন, নায়েবে আমীর মাস্টার নজরুল ইসলাম, পাইকপাড়া ইউনিয়ন আমীর মাওলানা ইব্রাহীম। উল্লেখ্য, গত ৩১ জানুয়ারি শুক্রবার গভীর রাতে আগুন লেগে প্রবাসী আবুল কালামের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।