দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার করবে বাংলাদেশ-কুয়েত
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৩৪
কূটনৈতিক সংবাদদাতা : বাংলাদেশে নিযুক্ত কুয়েতের নতুন রাষ্ট্রদূত আলী তুনিয়ান আবদুল ওয়াহাব হামাদাহর সাথে সাক্ষাৎ করেছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
গত ৪ ফেব্রুয়ারি মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সৌজন্য সাক্ষাতে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারকরণ, বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের ওপর গুরুত্বারোপ করা হয়।
বৈঠকের শুরুতে পররাষ্ট্র উপদেষ্টা রাষ্ট্রদূতকে বাংলাদেশে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। রাষ্ট্রদূতও তার নতুন দায়িত্ব পালনে সহায়তা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি দুই দেশের মধ্যে বিদ্যমান সুদৃঢ় বন্ধন এবং ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে কুয়েতের পক্ষ থেকে সহযোগিতা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করেন এবং দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনার প্রতি গুরুত্ব দেন।
উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বাংলাদেশ ও কুয়েতের মধ্যে চমৎকার সম্পর্কের কথা তুলে ধরে বলেন, দুই দেশের সম্পর্কের তুলনায় দ্বিপাক্ষিক বাণিজ্য খুবই কম। তিনি রাষ্ট্রদূতকে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (ঋইঈঈও) প্রতিনিধি এবং অন্যান্য ব্যবসায়িক নেতাদের সাথে যোগাযোগ স্থাপনের পরামর্শ দেন, যাতে নতুন বাণিজ্যিক সুযোগ খুঁজে বের করা যায়।
বৈঠকে কুয়েতে কর্মরত বাংলাদেশি অভিবাসী শ্রমিকদের কর্মসংস্থান ও কল্যাণ; বিশেষত নারী শ্রমিকদের নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়। কুয়েতে বসবাসরত বাংলাদেশিদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করার জন্য বিভিন্ন সুরক্ষামূলক ব্যবস্থা নিয়ে আলোচনা করা হয়। এছাড়া দক্ষ শ্রমিক এবং প্রযুক্তিবিদ নিয়োগের সম্ভাবনাও উঠে আসে, যেখানে ৬৭০ বাংলাদেশি নার্স কুয়েতে নিয়োগের বিষয়ে আলোচনা হয়।
বৈঠকের শেষে উভয় পক্ষই বাণিজ্য, বিনিয়োগ, কর্মসংস্থান সুরক্ষা এবং সামগ্রিক অর্থনৈতিক অংশীদারত্বে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন।