বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের ১০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা
৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৯
কুমিল্লা সংবাদদাতা : বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের ১০১ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। গত ১ ফেব্রুয়ারি শনিবার কুমিল্লার স্বপ্নচূড়া রিসোর্ট এন্ড পিকনিক স্পটে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।
এসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মাওলানা জসিম উদ্দিনের সভাপতিত্বে এবং মুফতি আবু জাফর মোহাম্মদ ছালেহ ও মাওনানা জাহিদুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ ড. মুহাম্মদ শাহজাহান মাদানী। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাওলানা সফিকুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মুফতি আবু শুয়াইব বিল্লাহর সার্বিক তত্ত্বাবধানে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ নুরুল্লাহ।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ মাদরাসা শিক্ষক পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি অধ্যক্ষ মাওলানা ফারুক আহমাদ, বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ ড. মোহাম্মদ হেদায়েত উল্লাহ, কুমিল্লা তা’মীরুল উম্মাহ আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা এ.কে.এম এমদাদুল হক মামুন. ঝ@রভঁৎং-এর প্রতিষ্ঠাতা সাইফুর রহমান খান, আড়াইবাড়ী সাঈদিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মুফতি মো. আমিনুল ইসলাম, টুমচর কামিল মাদরাসার সাবেক সহকারী অধ্যাপক মাওলানা আবু তাহের মো. ইউসুফ মাদানী, কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ ও হাসাপাতালের অধ্যক্ষ ডা. শফিকুর রহমান পাটোয়ারী, আল হেরা শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাওলানা জাফর আহমদ মজুমদার, তাহযীবুল উম্মাহ শিক্ষা পরিবারের চেয়ারম্যান মুফতি আব্দুল কাইয়ুম মজুমদার ও হাফেজ মাওলানা আবু তাহের গুলজারী।
সম্মেলনে অতিথিবৃন্দ মাদরাসা শিক্ষা ব্যবস্থার আধুনিকীকরণ এবং শিক্ষার মানোন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বিষয়ভিত্তিক দক্ষতা, পাঠ্যক্রমে অভিযোজন সক্ষমতা, শিক্ষণ পদ্ধতি এবং প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্বুদ্ধ করেন। তাছাড়া দেশের শিক্ষা ব্যবস্থায় প্রাইভেট মাদরাসার অবদান, শিক্ষকদের অধিকার রক্ষা, তাদের সমস্যা ও সমাধান এবং মাদরাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়ন মূলধারায় সংযুক্তিকরণ নিয়ে আলোচনা করেন।
বক্তারা বলেন, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মাওলানা জসিম উদ্দিনের নেতৃত্বে প্রতিষ্ঠিত হওয়া বাংলাদেশ প্রাইভেট মাদরাসা ওয়েলফেয়ার এসোসিয়েশনের এ সম্মেলনটি প্রাইভেট মাদরাসা শিক্ষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধি, একতা ও সমন্বয়ের পথপ্রদর্শক হবে এবং দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন সাধনে ভূমিকা রাখবে।
এসোসিয়েশনের কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ, বিভাগীয় প্রতিনিধিবৃন্দ, জেলা প্রতিনিধিসহ সর্বস্তরের দায়িত্বশীল ও শিক্ষকমণ্ডলী উপস্থিত হয়ে সম্মেলনকে সাফল্যমণ্ডিত করেন।
সম্মেলন শেষে ১০১ সদস্যবিশিষ্ট তিন বছরের জন্য কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এতে সংগঠনের প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক মাওলানা জসিম উদ্দিনকে সভাপতি, মাওলানা শফিকুল ইসলামকে সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক মুফতি আবু শোয়াইব বিল্লাহ, দপ্তর সম্পাদক মাওলানা আবু জাফর মোহাম্মদ সালেহ, শিক্ষা ও প্রকাশনা সম্পাদক মাওলানা মো. সাইফুল ইসলাম, শিক্ষা সম্পাদক (হিফজ) হাফেজ মাওলানা আবু তাহের গুলজারি, অর্থ সম্পাদক মাওলানা আলমগীর হোসেন, মিডিয়া ও প্রচার সম্পাদক জাহিদুল ইসলাম। এছাড়া দেশবরেণ্য শিক্ষাবিদ ও আলেমদের নিয়ে ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।