বি শে ষ স ম্পা দ কী য়

আমাদের প্রত্যাশা : আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে


৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:২৪

আলহামদুলিল্লাহ। অনেক ত্যাগ-তিতিক্ষার পর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে দেড় দশকের ফ্যাসিস্ট স্বৈরাচারী দুঃশাসনের অবসান হয়েছে। হাসিনার স্বৈরাচারী সরকারের দুঃশাসনে দেশে বাকস্বাধীনতা ছিল না। সংবাদপত্র ও গণমাধ্যমগুলো পরিণত হয়েছিল সরকারের প্রোপাগান্ডা মেশিনে। সাদাকে সাদা এবং কালো কালো বলার দুঃসাহসী ভূমিকা পালন এবং শেখ হাসিনার ফ্যাসিস্ট দুঃশাসনের বিরুদ্ধে সংবাদ প্রকাশের কারণে দিগন্ত টেলিভিশন, চ্যানেল ওয়ান, ইসলামিক টিভি, আমার দেশ, দিনকালসহ অনেক পত্রিকা বন্ধ করে দেয়া হয়েছিল। সন্ত্রাসীরা দৈনিক সংগ্রাম অফিসে হামলা ও ভাঙচুর চালিয়েছিল। সংগ্রামের সাবেক প্রবীণ সম্পাদক আবুল আসাদ, বার্তা সম্পাদক সা’দাত হোসেন, সাবেক  বিশেষ প্রতিনিধি   ও  প্রধান প্রতিবেদক  রুহুল আমিন গাজী এবং আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানকে অফিস থেকে পুলিশ গ্রেফতার করে রিমান্ডের নামে নির্যাতন ও জেল-জুলুমের মাধ্যমে বাকরুদ্ধ করার অপচেষ্টা চালিয়েছে। নির্যাতনের শিকার হয়ে রুহুল আমিন গাজী মৃত্যুবরণ করেছেন। গুমের শিকার হয়েছিলেন সাংবাদিক শফিকুল ইসলাম কাজল। হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে লেখার অপরাধে লেখক মুশতাক আহমেদকে হত্যা করা হয়েছে। কার্টুনিস্ট ইব্রাহীম মণ্ডল, কিশোরসহ শত শত সাংবাদিক, লেখককে নির্যাতনের শিকার হতে হয়েছে। নির্যাতন সহ্য করতে না পেরে অনেকের মৃত্যু হয়েছে, অনেকে হয়েছেন গুম। আমরা অর্থাৎ সাপ্তাহিক সোনার বাংলাও সরকারের রোষের শিকার হয়েছে বার বার, হাসিনা সরকারের নির্বাহী আদেশে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে সাবেক সম্পাদক মুহাম্মদ কামারুজ্জামানকে। ভারপ্রাপ্ত সম্পাদক মো. তাসনীম আলমকে গ্রেফতারের পর ডান্ডাবেড়ি পরিয়ে নির্যাতন করা হয়েছে। হাসিনার দুঃশাসনের হাজারো বৈরিতার মাঝেও সম্মানিত পাঠক, এজেন্ট, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ী হিসেবে আপনাদের সবার সহযোগিতা অব্যাহত ছিল। আপনাদের সবার আন্তরিক সহযোগিতা, সাহস ও দুঃশাসনের বিরুদ্ধে দৃঢ় অবস্থান এবং আল্লাহর রহমতে পত্রিকার প্রকাশনা আমরা অব্যাহত রেখেছিলাম। করোনার সংকটকালে এক সপ্তাহ ছাড়া এক দিনের জন্যও পত্রিকার প্রকাশনা বন্ধ হয়নি। অবশ্য অর্থনৈতিক সংকটের কারণে পৃষ্ঠা সংখ্যা কমিয়ে ৮ পৃষ্ঠা করা হয়েছিল। দুঃশাসন-মুক্তির পর আমরা আবার ১২ পৃষ্ঠা নিয়মিত প্রকাশের সিদ্ধান্ত নিয়েছি। আপনাদের চাহিদা এবং পরামর্শ বিবেচনায় প্রকাশনা সামগ্রীর মূল্যবৃদ্ধির কারণে আমরা সাপ্তাহিক সোনার বাংলার চলতি সংখ্যা থেকে ১৫ টাকা মূল্য নির্ধারণ করেছি। আমাদের প্রত্যাশা বিগত দিনের মতো আপনাদের সহযোগিতা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ। মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সমস্ত কর্মপ্রচেষ্টা কবুল করুন। আমীন।