আমরা দুর্নীতিমুক্ত সুসংগঠিত মানবিক রাষ্ট্র উপহার দিতে চাই
৩১ জানুয়ারি ২০২৫ ১২:০০
কুড়িগ্রাম সংবাদদাতা : সমাজে অনাচার হলে প্রতিবাদ করবো, আমরা সব সময় ন্যায়ের পক্ষ নেবো, অন্যায়ের বিপক্ষে অবস্থান করবো। আমাদের দলেরও কেউ যদি অন্যায় করে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবো। আমরা দুর্নীতিমুক্ত সুসংগঠিত মানবিক রাষ্ট্র উপহার দিতে চাই। আমাদেরকে দেশের খেদমতের দায়িত্ব দিলে জনগণের প্রয়োজনীতা বিবেচনায় সুষম বণ্টন নিশ্চিত করা হবে। কুড়িগ্রামসহ দেশের অনগ্রসর জেলাগুলোর জন্য সমবণ্টন নিশ্চিত করা হবে। প্রয়োজনে পিছিয়ে পড়া জেলাগুলোর জন্য আলাদা বরাদ্দের ব্যবস্থা করা হবে। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে গত ২৪ জানুয়ারি শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে কর্মী সম্মেলনে জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান এসব কথা বলেন। কুড়িগ্রাম জেলায় প্রথমবারের মতো জনসম্মুখে বিশাল জনসমাগম নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও কুড়িগ্রাম জেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মতিন ফারুকীর সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন- বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন ও অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ব্যারিস্টার সালেহী, অধ্যাপক আজিজুর রহমান স্বপন প্রমুখ। সম্মেলন শেষে সদর উপজেলা মডেল মসজিদে জুমার নামায আদায় করে নাগেশ্বরী উপজেলার নাখারগগেঞ্জ ভারতীয় বিএসএফের গুলিতে নিহত ফেলানী খাতুনের কবর জিয়ারত করেন। এ সময় ফেলানীর বাবা, মা এবং ভাই-বোনকে আমীরে জামায়াত উপহারসামগ্রী তুলে দেন।
রংপুর মহানগরে মতবিনিময় সভা : গত ২৪ জানুয়ারি শুক্রবার রাতে বাংলাদেশ জামায়াতে ইসলামী রংপুর মহানগর ও জেলা নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা রংপুর মহানগর ও জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, বিগত সময়ে শহীদ নেতৃবৃন্দ, তাদের পরিবার, সকল বিরোধী রাজনৈতিক শক্তিসহ এদেশের অধিকাংশ মানুষই ছিল মজলুম। বিশেষ করে শহীদ নেতৃবৃন্দ ও ছাত্র-জনতা যে লক্ষ্য সামনে রেখে নিজেদের জীবন বিলিয়ে দিয়েছেন, সে লক্ষ্য বাস্তবায়নে আল্লাহর ওপর সর্বদা ভরসা করে, সকল প্রতিকূলতা ডিঙিয়ে সামনে এগিয়ে যেতে হবে।
কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আবদুল হালিম এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর জেলা আমীর অধ্যাপক গোলাম রব্বানী, রংপুর মহানগর সেক্রেটারি কে.এম আনোয়ারুল হক কাজল, রংপুর জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, মহানগর সহকারী সেক্রেটারি অধ্যাপক রায়হান সিরাজী ও আল আমিন হাসান, জেলা সহকারী সেক্রেটারি মাওলানা মোস্তাক আহমেদ, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগর সভাপতি নুরুল হুদা, কার্যকরী পরিষদ সদস্য ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সভাপতি সোহেল রানা, রংপুর জেলা সভাপতি ফিরোজ মাহমুদসহ মহিলা বিভাগ ও ইসলামী ছাত্রী সংস্থার দায়িত্বশীলাগণ।