নিভৃতচারী লেখক মো. আব্দুল করিমের ‘আল্লাহভীতি জান্নাতের পথ’
৩১ জানুয়ারি ২০২৫ ১২:০০
॥ সাইদুর রহমান ॥
নিভৃতচারী লেখক মো. আব্দুল করিম। তিনি ইসলামী আন্দোলনের কাজে নিবেদিতপ্রাণ। তার জীবনের অভিজ্ঞতার আলোকে তিনি লিখেছেন, ‘আল্লাহভীতি জান্নাতের পথ’ শিরোনামে একটি বই। মো. আব্দুল করিমের লেখা বইটি প্রকাশ করেছে বাংলাদেশ কো-অপারেটিভ বুক সোসাইটি লিঃ, ১২৫ মতিঝিল বা/এ, ঢাকা-১০০০, মোবাইল নং: ০১৭১১৮১৬০০১ (প্রকাশক), ০১৭১২৬০৩৮৩৩ (হুমায়ূন আজাদ, লেখকের ছেলে)।
লেখক মো. আব্দুল করিম এম.এ বি.এড. অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক (মাধ্যমিক)। তিনি নিজ গ্রামের প্রাথমিক শিক্ষা সমাপন করে স্থানীয় বাগআঁচড়া ইউনাইটেড হাইস্কুল থেকে ম্যাট্রিকুলেশন পরীক্ষায় পাস করেনে ১৯৬০ সালে। আই.এ. ও বি.এ. ডিগ্রি লাভ করেন যথাক্রমে ১৯৬২ ও ১৯৬৫ সালে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীনে এম. এম. কলেজ যশোর থেকে। ১৯৬৭ সালে ফেব্রুয়ারিতে স্থানীয় চন্দনপুর বহুমুখী উচ্চবিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক পদে নিযুক্ত হন। একই বছরে তিনি রাজশাহী টিচার ট্রেনিং কলেজ রাজশাহী থেকে বি.এড. ডিগ্রি প্রাপ্ত হন। ১৯৭৩ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে তিনি এম.এ (ইতিহাস) ডিগ্রি লাভ করেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক কোরবান আলী সাহেবের অবসরের পরপরই উক্ত প্রতিষ্ঠানে লেখক প্রধান শিক্ষক পদে উন্নীত হয়ে খুলনায় প্রধান শিক্ষক Short Course Training-এ অংশগ্রহণ করেন এবং Certificate প্রাপ্ত হন। তিনি ২০০৩ সালের ৩১ অক্টোবর প্রধান শিক্ষক হিসেবে অবসর গ্রহণ করেন। লেখকের আরো দুই বই (১) আব্দুল করিম রচনাবলি ও I An Easy Method of Writing English Sentences With Questions and Answers (প্রশ্নোত্তর ইংরেজি বাক্য লেখার সহজ পদ্ধতি) প্রকাশ ব্যবস্থাপনায় আছে।
‘আল্লাহভীতি জান্নাতের পথ’ গ্রন্থে কুরআন-হাদিসের আলোকে জান্নাত ও জাহান্নামের পার্থক্য তুলে ধরেছেন। তিনি দুটি পথ ও মতের পার্থক্য বর্ণনা করতে গিয়ে বলেছেন, যারা জান্নাতে যাবে, তারা সফলকাম আর যারা জাহান্নামে নিক্ষিপ্ত হবে, তারা নিকৃষ্ট। জান্নাতের সফলতার জন্য আল্লাহভীতিকে প্রাধান্য দিয়েছেন। পাশাপাশি এ পথের, মতের লোকদের করণীয় ও বর্জনীয় সম্পর্কেও আলোকপাত করেছেন। লেখক এ গ্রন্থে মুহাম্মদ (সা.) সম্পর্কে জ্ঞানী-গুণীদের মূল্যায়ন ইসলামী জীবনব্যবস্থা ও সমকালীন রাজনীতির একটি পর্যালোচনা, দুই শিবিরে বিশ্বের মানুষ; আমি কোনো শিবিরে? খাঁটি ইসলামীর দলের কাজ, আল্লাহভীতি জান্নাতের পথ, মাহে রমজানের আদব, নামাজভিত্তিক চরিত্র গঠন না হওয়ার কারণ, আত্মসমালোচনা, ভ্রান্তি দূরীকরণ, ধর্মভিত্তিক জীবনবিধান, জান্নাত-জাহান্নাম, স্বভাব পরিবর্তন এবং ইসলাম ক্ষমার ধর্ম বিষয়সমূহ বিস্তারিত আলোকপাত করেছেন।
আমরা ‘আল্লাহভীতি জান্নাতের পথ’ বইটির বহুল প্রচার কামনা করছি।