সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ


৩১ জানুয়ারি ২০২৫ ১২:০০

পরিসংখ্যানে কানাডার মুসলিম জনগোষ্ঠী
কানাডার অধিবাসীদের সাংস্কৃতিক ও ধর্মীয় বৈচিত্র্য নিয়ে ১৮৭১ সাল থেকে তথ্য সংগ্রহ করেছে দেশটি। সর্বশেষ ২০২১ সালে পরিচালিত জনশুমারিতে দেশটিতে শতাধিক ধর্মের অনুসারীর তথ্য নিয়ে পর্যালোচনা করা হয়েছে। এ প্রতিবেদনের এক অংশে বিভিন্ন সূচকে কানাডায় বসবাসরত ইসলাম ধর্মের অনুসারীদের সংখ্যা তুলে ধরা হয়েছে। দেশটির পরিসংখ্যান বিষয়ক সংস্থা স্ট্যাটক্যানের ওয়েবসাইট থেকে এ খবর জানা গেছে। প্রতিবেদনে দেখা গেছে, ২০০১ সালে কানাডায় মুসলিম ছিলেন ৫ লাখ ৭৯ হাজার ৬৪০ জন, যা মোট জনগোষ্ঠীর ২ শতাংশ। ২০ বছরে এ সংখ্যা বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে ১৭ লাখ ৭৫ হাজার ৭১৫ জনে, যা মোট জনগোষ্ঠীর ৪ দশমিক ৯ শতাংশ। দেশটিতে বসবাসরত মুসলিমদের মধ্যে দক্ষিণ এশীয় আছেন ৩৭ দশমিক ৬ শতাংশ, আরব ৩২ দশমিক ২ শতাংশ, পশ্চিম এশীয় ১৩ শতাংশ এবং কৃষ্ণাঙ্গ ১১ দশমিক ৬ শতাংশ। পরিসংখ্যানে দেখা গেছে, মুসলিমরা দেশটির কোনো একটি অংশে পুঞ্জীভূত হয়ে নেই, তারা বরং কানাডাজুড়েই বাস করেন। ২০২১ সালে অন্টারিওতে ৬ দশমিক ৭ শতাংশ, কিউবেকে ৫ দশমিক ১ শতাংশ এবং আলবেরটায় ৪ দশমিক ৮ শতাংশ অধিবাসী ছিলেন মুসলিম। শূন্য দশমিক ৪ শতাংশ নিয়ে সবচেয়ে কম মুসলিম ছিলেন নুনাভূত অঙ্গরাজ্যে। গড় বয়স পর্যালোচনা করে দেখা গেছে, কানাডার অন্যান্য অধিবাসীর তুলনায় মুসলিম জনগোষ্ঠীতে তরুণের সংখ্যা বেশি।

পাকিস্তানে বহুজাতিক নৌ মহড়ায় অংশ নেবে ৬০ দেশ
পাকিস্তানের দ্বিবার্ষিক বহুজাতিক নৌ মহড়ায় অংশ নেবে বিশ্বের ৬০টি দেশ। বড় ধরনের নৌ মহড়ার আয়োজন করছে পাকিস্তান। দেশটির প্রধান বন্দরনগরী করাচির কাছে আরব সাগরের উত্তরে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে এ মহড়া চলবে ৫ দিন ধরে। বার্তা সংস্থা বলছে, পাকিস্তান আগামী মাসে বিশ্বের ৬০টি দেশের অংশগ্রহণে দ্বিবার্ষিক বহুজাতিক নৌ মহড়ার আয়োজন করছে। পাকিস্তান নৌবাহিনী গত ২৬ জানুয়ারি রোববার জানিয়েছে, “আমান (শান্তি) ২৫” নামের পাঁচ দিনের এ মহড়াটি আগামী ৭ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্দরনগরী করাচির কাছে উত্তর আরব সাগরে অনুষ্ঠিত হবে। ২০০৭ সাল থেকে পাকিস্তান এ ধরনের বহুজাতিক সামরিক মহড়ার আয়োজন করে আসছে। চলতি বছর এ মহড়া নবম বারের মতো অনুষ্ঠিত হবে এবং এর থিম নির্ধারণ করা হয়েছে— “নিরাপদ সমুদ্র; সমৃদ্ধ ভবিষ্যৎ”। এছাড়া এ বছরের মহড়ার একটি প্রধান আকর্ষণ হচ্ছে “আমান ডায়ালগ”। মহড়ার সময় এ ডায়ালগে আঞ্চলিক নিরাপত্তা নিয়ে আলোচনার পাশাপাশি ক্রমবর্ধমান সামুদ্রিক চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ কৌশল প্রণয়নের জন্য নৌবাহিনীর প্রধান, কোস্ট গার্ড প্রধান এবং সারা বিশ্বের সিনিয়র মেরিটাইম নেতারা একত্রিত হবেন। পাঁচ দিনব্যাপী ব্যাপক এ মহড়ায় অংশগ্রহণকারী দেশগুলোর জাহাজ, বিমান, স্পেশাল অপারেশন্স ফোর্সেস, বিস্ফোরক নিষ্ক্রিয়কারী দল, মেরিন এবং পর্যবেক্ষকরা অংশগ্রহণ করবেন। পাকিস্তানের নৌবাহিনী এক বিবৃতিতে বলেছে, “আমান সিরিজের এই মহড়া আঞ্চলিক শান্তি ও সহযোগিতার প্রচারে পাকিস্তান নৌবাহিনীর প্রচেষ্টার একটি অংশ।” ২০০৭ সালে অনুষ্ঠিত উদ্বোধনী আমান মহড়ার সেøাগান ছিল “শান্তির জন্য একসাথে”। ২৮টি দেশের অংশগ্রহণ প্রথম সেই মহড়াটি অনুষ্ঠিত হয়েছিল। আর ২০২৩ সাল নাগাদ প্রধান নৌশক্তিসহ মহড়ায় অংশগ্রহণকারী দেশের সংখ্যা ৫০টিরও বেশিতে উন্নীত হয়। এদিকে পাকিস্তানের করাচিতে অনুষ্ঠিতব্য এ মহড়ায় অংশগ্রহণের উদ্দেশে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ ইতোমধ্যেই রওয়ানা হয়েছে। নৌবাহিনী জাহাজ ‘বানৌজা সমুদ্র জয়’ এর অধিনায়ক ক্যাপ্টেন মো. শাহরিয়ার আলমের নেতৃত্বে ৩৩ কর্মকর্তা, ৫৮ প্রশিক্ষণার্থী কর্মকর্তাসহ মোট ২৭৪ নৌসদস্য আন্তর্জাতিক এ ফ্লিট রিভিউতে অংশগ্রহণ করবেন। এর আগে ২০০৭, ২০০৯ ও ২০১৩ সালেও বাংলাদেশ নৌবাহিনী ‘আমান মহড়া’য় অংশগ্রহণ করে পেশাদারিত্ব ও দক্ষতার পরিচয় দিয়েছে, যা বহির্বিশ্বের কাছে বাংলাদেশ নৌবাহিনী তথা বাংলাদেশের ভাবমর্যাদা উজ্জ্বল করেছে। ডন।

‘গাজা’ নামে সুপার-হেভি ড্রোন উন্মোচন ইরানের
ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্স ‘গাজা’ নামে একটি সুপার-হেভি ড্রোন উন্মোচন করেছে। ইসরাইলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের চলমান সংগ্রামকে সম্মান জানাতেই ড্রোনটির নাম ‘গাজা’ রাখা হয়েছে। গত রোববার (২৬ জানুয়ারি) একটি বৃহৎ সামরিক মহড়ায় ড্রোনটি উন্মোচন করা হয়। সামরিক মহড়ার আইআরজিসির এরোস্পেস ফোর্স প্রথমবারের মতো ‘গাজা’ ড্রোন ব্যবহার করে আটটি লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে। আইআরজিসির বরাত দিয়ে প্রেস টিভি জানিয়েছে, এ ড্রোন একটানা ৩৫ ঘণ্টা আকাশে উড়তে পারবে। ৩ হাজার ১০০ কিলোগ্রাম ওজনের এ ড্রোনটি ঘণ্টায় ৩৫০ কিলোমিটার গতিতে উড়তে পারে। এটি ১০০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে পারবে।
রিপোর্টে আরো বলা হয়, গাজা ড্রোনের পেলোড ক্ষমতা কমপক্ষে ৫০০ কিলোগ্রাম, যা ১৩টি বোমা বহন করতে সক্ষম। এর পরিসীমা ১,০০০ কিলোমিটার এবং অপারেশনাল ব্যাসার্ধ ৪,০০০ কিলোমিটার। আইআরজিসি নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল আলিরেজা তাংসিরি বলেছেন, পারস্য উপসাগরে চলমান প্রধান নৌ মহড়ার সময় তার অভিজাত বাহিনী অত্যাধুনিক ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ক্ষমতাসম্পন্ন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। পার্সটুডে।
গ্রন্থনা ও সম্পাদনা : আবদুল কাইউম খান