আর কোনো অপশক্তিকে শিক্ষাব্যবস্থা নিয়ে তামাশা করতে দেয়া হবে না
৩১ জানুয়ারি ২০২৫ ১২:০০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, রাজনীতিবিদ মাওলানা রফিকুল ইসলাম খান বলেছেন, আর কোনো অপশক্তিকে শিক্ষাব্যবস্থা নিয়ে তামাশা করতে দেয়া হবে না। গত ২৬ জানুয়ারি রোববার তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার মেইন ক্যাম্পাসে বার্ষিক সাংস্কৃতিক পক্ষ উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
অপসংস্কৃতির মোকাবিলায় ইসলামিক সংস্কৃতির ব্যাপক চর্চার লক্ষ্যে তা’মীরুল মিল্লাত মাদরাসার অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানীর সভাপতিত্বে সাংস্কৃতিক পক্ষ উদ্বোধন করেন বিশিষ্ট শিক্ষানুরাগী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, রাজনীতিবিদ মাওলানা রফিকুল ইসলাম খান। মাদরাসার সাবেক অধ্যক্ষ ট্রাস্টের সেক্রেটারি বর্ষীয়ান আলেমেদীন শায়খুল হাদিস আল্লামা যাইনুল আবেদীন, বিশিষ্ট শিক্ষাবিদ ও বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার নূরুল ইসলাম বুলবুল, তা’মীরুল মিল্লাতের একঝাঁক সাবেক স্কলার যথাক্রমে ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. শামসুল আলম, ইউরোপিয়ান ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. আবুল কালাম আজাদ, বাংলাদেশ মাদরাসা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. নুরুল হক, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডিন প্রফেসর ড. মুহাম্মাদ অলিউল্লাহ, গভর্নিং বডির সদস্য কাজী আতিকুর রহমান, ছাত্র সংসদের ভিপি হাফেজ মোহাম্মদ আব্দুর রহমান, মুফাসসির আবুল কাশেম গাজী, মুফাসসির জাকির হোসেন শেখ, প্রফেসর মাওলানা আব্দুস সামাদ, সাংস্কৃতিক কমিটির আহ্বায়ক প্রফেসর মিজানুর রশিদ প্রমুখ স্বাগত বক্তব্য রাখেন।
ছাত্র সংসদের জি এস তোফায়েল আহমেদ এবং হাফেজ খালেদ সাইফুল্লাহ বকশির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ছাত্র শিক্ষক অভিভাবকবৃন্দের পদচারনায় মুখরিত ছিল তা’মীরুল মিল্লাত মেইন ক্যাম্পাস ময়দান। প্রেস বিজ্ঞপ্তি।