মসজিদ মিশনের সনদ ও পুরস্কার বিতরণ
৩১ জানুয়ারি ২০২৫ ১২:০০
বাংলাদেশ মসজিদ মিশনের কেন্দ্রীয় সভাপতি অধ্যক্ষ মাওলানা যাইনুল আবেদীন বলেছেন, কুরআনের হাফেজদের একাডেমিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে আধুনিক সকল চ্যালেঞ্জের মোকাবিলায় যোগ্য রূপে গড়ে তুলতে হবে।
গত ২৭ জানুয়ারি সোমবার বিকাল ৪টায় বাংলাদেশ মসজিদ মিশনের হিফজখানা থেকে সদ্য পাস করা হাফেজদের পাগড়ি ও সনদ প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। মসজিদ মিশনের জেনারেল সেক্রেটারি ডক্টর মাওলানা খলিলুর রহমান মাদানীর সঞ্চালনায় দাস্তারবন্দি ও বার্ষিক পরীক্ষায় কৃতী ছাত্রদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক ও মসজিদ মিশনের সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফাজ্জল হোসাইন খান, ইসলামিক কানুন বাস্তবায়ন পরিষদের আমীর এবং জামিয়া এমদাদিয়া ও দেওভোগ মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের জিহাদি আল কাসেমী, অধ্যক্ষ মাওলানা মোশারফ হোসাইন, বাংলাদেশ খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম, মুহাদ্দিস ফয়জুল্লাহ আশরাফী, শরষিনার ছোট পীর শাহ আরিফ বিল্লাহ সিদ্দিকী, অধ্যক্ষ মাওলানা নিজামুদ্দীন প্রমুখ।
অধ্যক্ষ যাইনুল আবেদীন বলেন, মসজিদ মিশন ঢাকায় এবং দেশের বিভিন্ন জেলায় আদর্শ হেফজখানার মাধ্যমে ছোট সোনামণিদের কুরআনের হাফেজ বানিয়ে তাদের মাঝে আদর্শিক দীনি শিক্ষার আলো জ্বালাতে চায়। নৈতিকতাসম্পন্ন একজন আদর্শ নাগরিক তৈরি করে সমাজ বিনির্মাণে হাফেজদের প্রস্তুত থাকতে হবে।
মাওলানা মুফাজ্জল হোসাইন খান বলেন, আমি কুরআন নাজিল করেছি এবং এর হেফাজতের দায়িত্ব আমার (আল্লাহ) এর একটি অর্থ হলো কুরআনকে মুখস্থ করে রাখার তৌফিক দান করা কুরআন হাফেজদের জন্য ভালো আলেম হওয়া অতি সহজ, তাহলে জাতি এই হাফেজ ও আলেমদের থেকে সঠিক পথনির্দেশনা পাবে।
ডক্টর খলিলুর রহমান মাদানী বলেন, আমাদের শিশুদের হাফেজ হওয়ার পাশাপাশি যোগ্য আলেম তৈরির ব্যাপারে আন্তরিক, যত্নবান, সচেতন ও সজাগ থাকতে হবে। আপনার-আমার সন্তানকে মানবসম্পদে রূপান্তরিত করতে হবে।
মাওলানা আবু তাহের জিহাদি কাসেমী বলেন, ধর্মহীন কর্মশিক্ষা এবং কর্মহীন ধর্মশিক্ষা উভয়ই জাতির জন্য কোনো সুফল বয়ে আনবে না। বাংলাদেশ মসজিদ মিশন এ উভয়ই শিক্ষাকে একত্রিত করে যে পদ্ধতি গ্রহণ করেছে, তা বাস্তবায়নের মাধ্যমেই এ সমাজের অন্ধকার দূর হয়ে আলোর পথ পাবে। মসজিদ মিশন কেন্দ্রীয় হিফজখানা থেকে এ বছর সনদপ্রাপ্তদের পাগড়ি, সনদ ও পুরস্কার বিতরণ করা হয় এবং আদর্শ হেফজখানা থেকে বিভিন্ন ক্লাসে উত্তীর্ণ প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছাত্রদের পুরস্কার দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তি।