কিশোরগঞ্জে ইসলামী ছাত্রশিবিরের সাবেক ও বর্তমান সদস্যদের মিলনমেলা
২৩ জানুয়ারি ২০২৫ ১১:২৬
কিশোরগঞ্জ থেকে আহসানুল হক জুয়েল: গত ১৮ জানুয়ারি শনিবার কিশোরগঞ্জ শহরস্থ উবাই পার্ক মিলনায়তনে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলার সকল সাবেক ও বর্তমান সদস্যদের নিয়ে দিনব্যাপী এক মিলনমেলার আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও কিশোরগঞ্জ জেলার আমীর অধ্যাপক রমজান আলী। সকাল ৯টায় পবিত্র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে মিলনমেলার শুভ সূচনা করা হয়। স্বাগত বক্তব্য রাখেন মিলনমেলা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক এস.এম ইউসুফ। শুভেচ্ছা বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা শাখার সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা তৈয়বুর রহমান, সাবেক আমীর অধ্যাপক আব্দুস ছালাম, ইসলামী ছাত্রশিবির কিশোরগঞ্জ জেলা দক্ষিণ শাখার সভাপতি এডভোকেট জাহাঙ্গীর আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি এডভোকেট খালেদ হাসান জুম্মন, ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলার সাবেক সভাপতি বিশিষ্ট কবি ও সাহিত্যিক জহিরুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য মাহাফুজুর রহমান, ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলার সভাপতি হাসান আল-মামুন, সাংবাদিক আব্দুস ছাত্তার, ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মাসুদুর রহমান, শহর শাখার আমীর আ. ম. ম. আব্দুল হক, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মোহাম্মদ আমিনুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি এডভোকেট রোকন রেজা, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি ফাইজুল হক উজ্জ্বল, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আহসানুল্লাহ, ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি আব্দুল্লাহ বাদশাহ্, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক জেলা সেক্রেটারি অধ্যাপক মুছাদ্দেক ভূইয়া, পাকুন্দিয়া উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আজিজুল হক, কটিয়াদী উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান শফিকুল ইসলাম মোড়ল, ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন চক্ষু বিশেষজ্ঞ ডা. মাহবুবুর রহমান শাহীন, বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ আব্দুল্লাহ, বিশিষ্ট উদ্যোক্তা আব্দুল কাদের জুয়েল, বিশিষ্ট শিক্ষাবিদ ও কলামিস্ট ড. এম. আব্দুল আজিজ, বিশিষ্ট সাংবাদিক শামছুল আলম সেলিম, হয়বতনগর আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আজিজুল হক প্রমুখ।
মিলনমেলার দ্বিতীয় অধিবেশনে ‘ফিরে দেখা জুলাই বিপ্লব’ এবং ‘কিশোরগঞ্জে ইসলামী আন্দোলন’র ওপর একটি ডকুমেন্টারি প্রদর্শন করা হয়। মিলনমেলা উপলক্ষে ‘সিলসিলাহ’ নামে একটি স্মরণীকার মোড়ক উন্মোচন করা হয়। মোড়ক উন্মোচন করেন অধ্যাপক রমজান আলীসহ নেতৃবৃন্দ। পাঁচ ক্যাটাগড়িতে ৫ জন ব্যক্তিকে সম্মাননা পদক প্রদান করা হয়। দোয়া ও মোনাজাতের মধ্য দিয়ে মিলনমেলার সমাপ্তি ঘোষণা করা হয়। সার্বক্ষণিক অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন সাংবাদিক আব্দুস ছাত্তার ও ড. মাসুমুর রহমান। মিলনমেলা শেষে কিশোরগঞ্জ কালচারাল সোসাইটির উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ইসলামীক সংগীত ও নাটিকা পরিবেশন করা হয়।