সাবেক এমপি হাফেজা আসমা খাতুনের জানাযা ও দাফন সম্পন্ন
২৩ জানুয়ারি ২০২৫ ১০:৩২
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি ও সংরক্ষিত আসনের সাবেক এমপি মহীয়সী নারী হাফেজা আসমা খাতুনের জানাযা ও দাফন সম্পন্ন হয়েছে। গত ২১ জানুয়ারি মঙ্গলবার বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে মরহুমার জানাযা সম্পন্ন হয়। পরে তাকে রাজধানীর বনানী কবরস্থানে দাফন করা হয়। জানাযায় ইমামতি করেন মরহুমার বড় ছেলে নিয়াজ মাখদুম। জানাযায় অংশগ্রহণ করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান, ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, মাওলানা আ ন ম শামসুল ইসলাম, জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, মাওলানা আবদুল হালিম, এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. মু. রেজাউল করিম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি নুরুল ইসলাম, মরহুমার ছোট ছেলে সাইফুল্লাহ মানসুর, ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আযমী, ব্যারিস্টার নাজিব মোমেনসহ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
উল্লেখ্য, জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি ও জাতীয় সংসদের সাবেক সদস্য হাফেজা আসমা খাতুন বার্ধক্যজনিত কারণে গত ২০ জানুয়ারি রাত পৌনে ৩টায় ৯০ বছর বয়সে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি ২ পুত্র, ২ কন্যা ও ১৩ নাতি-নাতনিসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন।
আমীরে জামায়াতের শোক : হাফেজা আসমা খাতুনের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শোকবাণী দিয়েছেন। শোকবাণীতে তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের সাবেক সেক্রেটারি, জাতীয় সংসদের সাবেক সদস্য, মহীয়সী নারী, পরম শ্রদ্ধেয়া হাফেজা আসমা খাতুন মহান মাওলার উদ্দেশে তার দুনিয়ার সফর শেষ করে পরকালীন সফর শুরু করেছেন।
তিনি আরও বলেন, দীর্ঘদিন তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামীর মহিলা বিভাগীয় সেক্রেটারি হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে এ পবিত্র জিম্মাদারি আঞ্জাম দিয়েছেন।
তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন তার মানবিক ভুল-ত্রুটিসমূহ ক্ষমা করুন। তার ওপর রহম করুন, তার এ নতুন সফরে তার রহমতের ফিরিশতা দিয়ে সাহায্য করুন। তার খেদমতগুলোকে কবুল করে এর ওপর পরিপূর্ণ বারাকাহ দান করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করুন।
মরহুমার সন্তান-সন্ততি, আপনজন, প্রিয়জন, দলীয় সহকর্মীসহ সকলকে আল্লাহ তায়ালা সবরে জামিলা দান করুন। আমীন। এদিকে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন। নারীদের দীন-ইসলাম জানা ও মানার ব্যাপারে তিনি অপরিসীম ভূমিকা রেখেছেন। আল্লাহ তার এ দায়িত্ব ও ত্যাগের বিনিময়ে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুক।
বাংলাদেশ কালচারাল একাডেমির সভাপতি আবেদুর রহমান ও সেক্রেটারি ইব্রাহিম বাহারী এক শোক বিবৃতিতে বাংলাদেশ কালচারাল একাডেমির নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের ইসলাম, ইসলামী আন্দোলনে; বিশেষ করে নারীদের মধ্যে দাওয়াতি কাজ প্রসারে মরহুমার অসামান্য অবদান এদেশের ইসলামপ্রিয় মানুষ কোনোদিন ভুলবে না।
এছাড়া কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমীর অধ্যাপক মো. রমজান আলী, কিশোরগঞ্জ সাহিত্য সংস্কৃতি পরিষদের সভাপতি ইতিহাসবিদ মোহাম্মদ আশরাফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রাষ্ট্রপতি পদকপ্রাপ্ত শিল্পী সৈয়দ নূরুল আউয়াল তারা মিঞা গভীর শোক প্রকাশ ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।