বি.আই.আই-এর বার্ষিক ‘বিশেষ’ সাধারণ সভা
২৩ জানুয়ারি ২০২৫ ১০:২৬
গত ২২ জানুয়ারি বুধবার বাংলাদেশ ইসলামিক ইনস্টিটিউট-বি.আই.আই-এর এক বার্ষিক ‘বিশেষ’ সাধারণ সভা আধুনিক প্রকাশনীর মগবাজার কার্যালয়ে অনুষ্ঠিত হয়। মাওলানা আবুল হাসানের অর্থসহ কুরআন তেলাওয়াতের মাধ্যমে সভার কার্যক্রম শুরু হয়। সভার কর্মসূচি ঘোষণা করেন বি.আই.আই-এর জেনারেল সেক্রেটারি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য অধ্যাপক এবিএম ফজলুল করীম। উদ্বোধনী বক্তব্য পেশ করেন বি.আই.আই-এর ম্যানেজিং কমিটির চেয়ারম্যান মাওলানা আব্দুল মান্নান। বি.আই.আই-এর প্রতিষ্ঠালগ্ন থেকে যারা এ প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন এবং তাদের মধ্যে যারা দুনিয়া থেকে চলে গেছেন সবার রুহের মাগফিরাত কামনা করেন। বর্তমানে যারা আছেন, তাদের প্রতি প্রতিষ্ঠানের কাজ সুন্দরভাবে পরিচালনা করার অনুরোধ জানান। অতঃপর সভার প্রধান অতিথি সাইফুল আলম খান মিলন বি.আই.আই-এর নতুন ম্যানেজিং কমিটির সদস্যদের নাম ঘোষণা করেন। ৮ সদস্য বিশিষ্ট কমিটিতে চেয়ারম্যান এডভোকেট মশিউল আলম, ভাইস চেয়ারম্যান উপাধ্যক্ষ আব্দুর রব, জেনারেল সেক্রেটারি অধ্যাপক এবিএম ফজলুল করীম, ট্রেজারার অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ, সদস্য যথাক্রমে মাওলানা আব্দুল মান্নান, মাওলানা আ.ফ.ম আব্দুস সাত্তার, এ.কে.এম রফিকুন্নবী ও মাওলানা আব্দুল জব্বারের নাম ঘোষণা করা হয়। নাম ঘোষণার পর প্রতিষ্ঠানের ২০২৪ সালের অর্থনৈতিক প্রতিবেদন পেশ করেন বি.আই.আই-এর ট্রেজারার অধ্যক্ষ মো. ইজ্জত উল্লাহ। সভায় নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট মশিউল আলম সবাইকে ধন্যবাদ জানান এবং প্রতিষ্ঠানের কাজে সার্বিকভাবে সহযোগিতার জন্য সবাইকে অনুরোধ করেন। সর্বশেষ প্রধান অতিথি সাইফুল আলম খান মিলন তার বক্তব্যে বলেন, ‘আধুনিক প্রকাশনীর মাধ্যমে ইসলামী সাহিত্য সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে।’ এরপর বি.আই.আই-এর ম্যানেজিং কমিটির ভাইস চেয়ারম্যান উপাধ্যক্ষ আব্দুর রবের দোয়া ও মোনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। প্রেস বিজ্ঞপ্তি।