পতিত ফ্যাসিস্ট দিল্লিতে বসে চক্রান্ত ও ষড়যন্ত্র করছে -অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার


২৩ জানুয়ারি ২০২৫ ১০:১৪

খুলনা সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ ও অকার্যকর প্রমাণ করতে পতিত ফ্যাসিস্ট দিল্লিতে বসে চক্রান্ত ও ষড়যন্ত্র করছে। তিনি দৈনিক সংগ্রামের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণজয়ন্তীতে গত ২১ জানুয়ারি মঙ্গলবার খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা বলেন। তিনি ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে বিভেদ ও অনৈক্য ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
গত ২১ জানুয়ারি দৈনিক সংগ্রামের খুলনা ব্যুরো প্রধান আব্দুর রাজ্জাক রানার সভাপতিত্বে এবং মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিনের পরিচালনায় বক্তৃতা করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব এহতেশামুল হক শাওন, সাবেক সহ-সভাপতি মো. রাশিদুল ইসলাম, খুলনা প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ দিদারুল আলম, এমইউজে খুলনার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, দৈনিক নয়া দিগন্তের খুলনা ব্যুরো প্রধান মো. এরশাদ আলী। “সত্যের সংগ্রামে নিবেদিত”Ñ এ স্লোগান সামনে রেখে দৈনিক সংগ্রামের ৫০ বছর পূর্তিতে সুবর্ণজয়ন্তী পালন উপলক্ষে খুলনা ব্যুরোর উদ্যোগে কর্মসূচির মধ্যে ছিল সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় দৈনিক সংগ্রামের পক্ষ থেকে দুজনকে মরণোত্তরসহ ২৬ জনকে সম্মাননা প্রদান করা হয়।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, অন্তর্বর্তীকালীন সরকার একটা ফেয়ার, ফ্রি, ক্রেডিবল, পার্টিসিপেটরি ইলেকশনের মধ্যদিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তরের দায়িত্ব নিয়েছে। একটা নতুন বাংলাদেশ নির্মাণ অভিযাত্রায় এ সরকারের সামনে অনেকগুলো চ্যালেঞ্জ। পতিত ফ্যাসিস্ট আবার ফিরে এসে এ জাতিকে ১৭ বছর আগের কালো যুগে ফিরিয়ে নিতে চায়। অনেক এজেন্সি তার সাথে যুক্ত হয়েছে। কিন্তু বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অকুতোভয় প্রাণপ্রিয় সন্তানরা এবং সকল দেশপ্রেমিক ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক শক্তি বার বার সে চক্রান্ত ব্যর্থ করে দিয়েছে। চারবার পাল্টা ক্যু করার অপচেষ্টা করা হয়েছে। জুুডিশিয়াল ক্যু, আনসারকাণ্ড, হিন্দু-মুসলিম, বৌদ্ধ-খ্রিষ্টান বিভিন্ন ধরনের সাম্প্রদায়িকদের নিয়ে এখানে রাজনৈতিক ট্রামকার্ড দেয়ার অপচেষ্টা চালানো হয়। এ দাবি, সে দাবি নিয়ে সরকারকে বিব্রত করার চেষ্টা করা হয়েছে। কিন্তু তারা সফল হয়নি। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দৈনিক সংগ্রামের পথচলার সুদীর্ঘ ৫০ বছরের উত্থান-পতন, ঘাত-প্রতিঘাতের নানা ইতিবৃত্ত তুলে ধরে বলেন, দৈনিক সংগ্রাম সংগ্রাম করেই বেঁচে আছে। সংগ্রামের সাথে যারা অতীতে ছিলেন, এখন আছেন এবং আগামী দিনে থাকবেন, তাদের সবার জন্য শুভ কামনা করেন তিনি।