বেনাপোলে ওলামা সমাবেশ
১৮ জানুয়ারি ২০২৫ ১৭:০৬
বেনাপোল সংবাদদাাত: বাংলাদশে জামায়াত ইসলামের যশোরের বেনাপোল পোর্ট থানা শাখার ওলামা বিভাগের উদ্যোগে ওলামা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জানুয়ারি শনিবার বেনাপোল পোর্ট থানার পৌর বিয়েবাড়ী অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওলামা-সমাবেশে বাংলাদেশ জামায়াত ইসলামীর বেনাপোল পোর্ট থানা শাখার আমীর মো. রেজাউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মপরিষদ সদস্য মাওলানা আজিজুর রহমান ও কেন্দ্রীয় শূরা সদস্য এবং যশোরের জেলা নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান। এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত শহীদ আব্দুল্লাহর পিতা মো. আব্দুল জব্বার, মাওলানা ইলিয়াস হোসেন, মুফতি ওমর ফারুক, মো. ইয়াকুব আলী, মাওলানা নুরুল হাসান, হাফেজ আবদুল আহাদ প্রমুখ।