আমরা বিগত ১৮ বছরের আওয়ামী জাহেলিয়াত পার করেছি : মাওলানা এ টি এম মা’ছুম
১৮ জানুয়ারি ২০২৫ ১৭:০৫
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা এ.টি.এম মা’ছুম বলেছেন, ৫ আগস্টের পর বাংলাদেশের অবস্থার পরিবর্তন হয়েছে। একটা অন্ধকার যুগ পেরিয়ে আলোর সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। অত্যাচার, জুলুম-নির্যাতন, খুন-খারাবি, লুটপাটের জঘন্যতম একটি স্বৈরাচারী অধ্যায় পেরিয়ে আমরা এদেশকে আবারো গণতান্ত্রিক উপায়ে জনগণের নির্বাচিত প্রতিনিধির হাতে অর্পণ করে স্বাধীন-সার্বভৌম দেশ হিসেবে গড়ার স্বপ্ন দেখছি। বিগত অধ্যায়টি আমাদের জন্য বাংলাদেশের মানুষের জন্য বিশ্ব ইতিহাসে একটি কালো অধ্যায় হিসেবে পরিগণিত হয়ে থাকবে। এদেশে আমরা বিগত ১৮ বছর কীভাবে ছিলাম, সেটা আপনাদের-আমাদের সবারই জানা আছে। গত ১১ জানুয়ারি শনিবার ময়মনসিংহের একটি অভিজাত রেস্তোরাঁর হলরুমে আয়োজিত দিনব্যাপী ইউনিট সভাপতি সম্মেলনে তিনি প্রধান অতিথি এসব কথা বলেন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি এডভোকেট মতিউর রহমান আকন্দ, ময়মনসিংহ জেলা আমীর মো. আব্দুল করিম, ময়মনসিংহ মহানগরী নায়েবে আমীর আসাদুজ্জামান সোহেল প্রমুখ। ময়মনসিংহ মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি আনোয়ার হাসান সুজন, মাহবুবুল হাসান শামীম, সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার, অর্থ সম্পাদক গোলাম মহসীন খান, শূরা ও কর্মপরিষদ সদস্যসহ বিভিন্ন সাংগঠনিক থানা শাখার দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।
ময়মনসিংহ মহানগর জামায়াতের আমীর মাওলানা কামরুল আহসান এমরুলের সভাপতিত্বে ও সেক্রেটারি অধ্যাপক শহীদুল্লাহ কায়সারের সঞ্চালনায় মাওলানা এ.টি.এম মা’ছুম আরো বলেন, আমরা দেড় হাজার বছর পূর্বে আইয়্যামে জাহেলিয়াত সম্বন্ধে জানি। আইয়্যামে জাহেলিয়াতের যুগের চিত্র যদি আমরা আমাদের সামনে রাখি, তাহলে গত ১৮ বছরের আওয়ামী লীগের জাহেলিয়াত তার চেয়েও জঘন্য। আইয়্যামে জাহেলিয়াতেও মানুষ মেরে লাশের ওপর নৃত্য করা হয়নি। আওয়ামী জাহেলিয়াতের যুগে এ ধরনের জঘন্যতম পৈশাচিক ঘটনা সংঘটিত হয়েছিল। আমরা উভয় দিক থেকেই একটা সংকটের মধ্যে বিগত আঠারো বছর কাটিয়েছি। প্রেস বিজ্ঞপ্তি।