বেলকুচির আবদুল লতিফ এডভোকেটের ইন্তেকালে আমীরে জামায়াতের শোক
১৮ জানুয়ারি ২০২৫ ১৭:০৫
বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ সদরের প্রবীণ সদস্য (রুকন) বেলকুচি উপজেলা জামায়াতের সাবেক আমীর আবদুল লতিফ এডভোকেট বার্ধক্যজনিত কারণে গত ১১ জানুয়ারি শনিবার ভোর পৌনে ৫টায় ৮০ বছর বয়সে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি স্ত্রী, ১ পুত্র ও ৩ কন্যাসহ বহু আত্মীয়-স্বজন রেখে গেছেন। গত ১২ জানুয়ারি রোববার দুপুর ২টায় রহমতগঞ্জ কবরস্থানে জানাযা শেষে তাকে কামারপাড়ার শেরনগর কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় ইমামতি করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।
শোকবাণী : আবদুল লতিফ এডভোকেটের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান শোকবাণী দিয়েছেন। শোকবাণীতে তিনি বলেন, আবদুল লতিফ এডভোকেটের ইন্তেকালে আমরা ইসলামী আন্দোলনের একজন নিবেদিতপ্রাণ দাঈকে হারালাম। তিনি ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে গেছেন এবং ইসলামী আন্দোলনের প্রচার ও প্রসারে তার অনেক অবদান রয়েছে। আমি তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করছি। প্রেস বিজ্ঞপ্তি।