সৎ, দুর্নীতিমুক্ত ও জনগণের অধিকার আদায়ে সচেষ্ট একটি সরকার প্রয়োজন : অধ্যাপক মাহফুজুর রহমান
১৮ জানুয়ারি ২০২৫ ১৭:০৪
খুলনা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান বলেছেন, এই দেশকে একটি কল্যাণরাষ্ট্র হিসেবে পেতে হলে সৎ, দুর্নীতিমুক্ত এবং জনগণের অধিকার আদায়ে সচেষ্ট একটি সরকার প্রয়োজন। বাংলাদেশ জামায়াতে ইসলামী সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। জামায়াতে ইসলামী খেদমতের সুযোগ পেলে সাধারণ মানুষকে সহায়তার জন্য কোথাও যেতে হবে না। সরকার তার নিজ দায়িত্বে সকল মানুষের বাড়িবাড়ি সহায়তা পৌঁছে দেবে। চলতি শীতে ধনাঢ্য ব্যক্তিদের শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। খুলনা মহানগরীর সদর থানার ২৯নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর উদ্যোগে গত ১২ জানুয়ারি রোববার সকাল ৮টায় অসহায় দুস্থ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। ২৯নং ওয়ার্ড আমীর আব্দুস সালামের সভাপতিত্বে ও সেক্রেটারি শহিদুল ইসলামের পরিচালনায় সহকারী সেক্রেটারি আলমগীর বিশ্বাস, তারবিয়াত সেক্রেটারি মাওলানা মোয়াব্বজ বিল্লাহ, অর্থ বিভাগের সেক্রেটারি মো. জোবায়ের শেখ জুয়েল, সাংগঠনিক সেক্রেটারি মোস্তাফিজর রহমান ডালিম, মোকলেছুর রহমান, মুহাদ্দিস আসাদুজ্জামান, মনিরুল ইসলাম, মাওলানা সফিউল আজম, মাওলানা জাহিদুল হক, জাহিদুল ইসলাম, কামাল হোসেন, মাওলানা রমিজ উদ্দিনসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি আরও বলেন, একটি চাঁদাবাজ ও সন্ত্রাসমুক্ত সমাজ বিনির্মাণ করার স্বপ্ন দেখছে জামায়াতে ইসলামী। বাংলাদেশ জামায়াতে ইসলামী গরিব মানুষের সংগঠন। জামায়াতে ইসলামী একটি ন্যায়পরায়ণ সংগঠন। আল্লাহর এ জমিনে ন্যায়পরায়ণদের আইন চালু করার চেষ্টা করছে। এই দেশে কুরআনের আইন প্রতিষ্ঠা হলে সবাই শান্তিতে থাকতে পারবে। আর জামায়াত সেটাই চাচ্ছে।