আবদুল হালীম খাঁ

চামচার ছড়া


১৮ জানুয়ারি ২০২৫ ১৬:৫৯

আমি নেতার চামচা
যখন তখন যার তার
বুকে মারি খামচা।
শত খুনের খুনি আমি
থানার ওসি কি ছার
নেতা আমার আমি নেতার
ভয় করি আর কার।

আমি নেতার চাঁই
যেখানে যা পাই
লুটেপুটে সব খাই।
পুলিশ বলে ব্রাদার
সমস্যা কিছু নাই।

আমি নেতার নাতি
যখন তখন যার তার
বুকে মারি লাথি
প্রধানমন্ত্রী দৌড়ে এসে
মাথায় ধরে ছাতি।

আমার পেছনে সবে বলে
ডাকুরে ভাই ডাকু,
সামনে এসে সালাম দিয়ে বলে-
কেমন আছেন কাকু!