জাকির আবু জাফর

পায়ের নিচেই দেখো


১৮ জানুয়ারি ২০২৫ ১৬:৫৮

মেরুদণ্ড বোঝো নাকি! কাকে বলে! ঋজু হয়ে থাকা
স্বাধীন সত্তার দিকে প্রয়োজনে মৃত্যুকে ডাকা!
বুক ফুলে সত্য বিনে তুচ্ছ ভাবো জগতের সব
আঙুলের ডগা থেকে তুলে আনো নদীর উৎসব!

অধিকার বুঝে নিতে বীরদর্পে দৃঢ় করো হাত
তাদের ঠেকিয়ে দাও যারা সব করে আত্মসাৎ!
সহসা জিজ্ঞাসা জাগে তুমি আমি কে কেমন আছি
আমার হৃদয় ফুলে আবেগের ওড়ে মৌমাছি!

তুমি কি তেমন কিছু নাকি শুধু ভোগবাদী ঠক
টিকটক নায়িকা নাকি ডিজিটাল লাইকি নায়ক
নাকি কোনো দলবাজ পরজীবী গোপন শুঁশুক
চলতি ধারার স্রোতে ভাসমান সুশীল মিথ্যুক!

তরুণ তুর্কিরা যদি বুঝে যায় তোমাদের সার
কালের অক্ষর লিখে বলে দেবে কারা গাদ্দার।
কারা ভুল ইতিহাসে, সব ঠেলে কারা থাকে ঠিক
সবাই তাদের চেনে, যারা কিনা খাঁটি মুনাফিক!

অমরত্বে লিখে যাবে দিকজয়ী বীরদের নাম
গোপন ইচ্ছের তোড়ে হবে রোজ মন হ্যান্ডসাম।
সুখ হবে পাহাড়িকা মন হবে আগুনের খিমা
বুক থেকে উড়ে যাবে পৃথিবীর নব অরুণিমা!

ভাগ্যের নখর যদি আঁচড়ায় ঝরে তাজা খুন
হৃদয়ে হৃদয় ঘষে সহসা জ্বালাও আগুন।
সাহস শুকিয়ে গেলে পাহাড়ের বুকে রাখো মন
পাঁজরে বারুদ রাখো বুকে রাখো ঝাড়া বিস্ফোরণ!

রক্ত চিরকুটে আঁকো সততার খরস্রোতা স্বর
পায়ের নিচেই দেখো শুয়ে আছে তোমার কবর!