শাহীন আরা আনওয়ারী

নারী তোমার ডাক


১৮ জানুয়ারি ২০২৫ ১৬:৫৭

আমাদের যন্ত্রণার
রাতগুলো হবে শেষ
জুলুমবাজিকে চুরমার
করে
স্বাধীন হবে দেশ।
আল্লাহর রহমত যে অশেষ
নারী তুমি হবে না বন্দী
মুনাফিকরা চাইবে সন্ধি,
পর্দার নামে আসল কাজে
বাধা দেয়ার ফন্দি।
নারী তুমি
আল্লাহর দাস।
জ্ঞানে গুণে সমৃদ্ধ হয়ে
ছড়াও ইসলামের সুবাস।
নারী তুমি ঈমানে অটল
থাকবে বিপদে
সাহসী অবিচল
আমাদের পূর্বসূরিদের
বিজয়ের ধ্বনি।
কান পেতে বার বার শুনি।
এখনো সর্বত্র উচ্চারিত,
আল্লাহু আকবর।
নারী তোমার
প্রত্যয়ী ভূমিকা
খুব জরুরি
ভীষণ দরকার।
মুসলিম যখন
ক্ষতবিক্ষত
নারী তুমি হবে
বিরাঙ্গনা
আম্মারা, খাওলার মতো।