আমরা স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার শপথে বলীয়ান
১৬ জানুয়ারি ২০২৫ ২১:৪৮
ফ্যাসিস্ট হাসিনা সরকার ভারতকে কতটা দিয়েছে এবং দেশের সীমানা কতটা অরক্ষিত ছিল, সেই সব চেপে রাখা বিষয় একে একে প্রকাশ্যে আসছে। সম্প্রতি ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ, সিলেট ও ফেনী সীমান্তে বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) তৎপরতায় আগ্রাসী ভারতের দখল থেকে দেশের ভূমি উদ্ধারের ঘটনা বর্তমান অন্তর্বর্তী সরকারের সাফল্য এবং বিগত আওয়ামী লীগ সরকারের নতনাজু পররাষ্ট্রনীতির প্রকৃষ্ট প্রমাণ।
বিজিবির প্রেস বিজ্ঞপ্তি সূত্রে প্রকাশ, ঝিনাইদহের কোদালিয়া নদী বাংলাদেশের অভ্যন্তর থেকে দক্ষিণ দিকে প্রসারিত হয়ে মহেশপুরের মাটিলা এলাকায় ৪.৮০ কিলোমিটার দীর্ঘ বাংলাদেশ-ভারত সীমান্ত চিহ্নিত করেছে। ১৯৬১ সালে প্রণীত বাংলাদেশ-ভারত (স্টিপ ম্যাপ সিট নম্বর-৫১) মানচিত্র অনুসারে কোদালিয়া নদীর উল্লিখিত ৪.৮ কিলোমিটার নদী সম্পূর্ণ বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার অভ্যন্তরে অবস্থিত। সম্প্রতি কোদালিয়া নদীর প্রকৃত মালিকানা-সংক্রান্ত এ বিষয়টি ৫৮ বিজিবির নজরে আসে। এরপর বিজিবি প্রথমে বিভিন্ন নথিপত্র স্থানীয় প্রশাসন ও মানচিত্র থেকে নদীটির প্রকৃত অবস্থান সম্পর্কে নিশ্চিত করে বিএসএফের অবৈধ আধিপত্য বিস্তারের বিষয়ে তীব্র প্রতিবাদ জানায়। পরে ৫৮ বিজিবির সদস্যরা সাহসিকতা ও পেশাদারিত্বের সঙ্গে কোদালিয়া নদী নিজেদের আয়ত্তে আনতে সক্ষম হন। বর্তমানে বিজিবি সদস্যরা প্রয়োজনীয় জনবল বৃদ্ধির পাশাপাশি এলাকার জন্য যন্ত্রচালিত বোট এবং নদীর পাড়ে দ্রুত টহলের জন্য অল টেরেইন ভেহিক্যাল (এটিভি) বরাদ্দ করা হয়েছে। অন্য একটি সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে আপাতত রাস্তা বা কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। ৮ জানুয়ারি বুধবার বিকেলে রাস্তা ও কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতি নিয়ে বিজিবি-বিএসএফ তৃতীয়বারের মতো পতাকা বৈঠকে এ সম্মতি জানায় বিএসএফ। লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, দুই বাহিনীর কর্মকর্তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। কাঁটাতারের বেড়া নির্মাণকাজ বন্ধ রাখতে সম্মত হয়েছে বিএসএফ। তবে সিলেটের বিয়ানীবাজারের গজুকাটা সীমান্ত এলাকায় ২০০ বছরের পুরোনো মসজিদ পুননির্মাণে বাধা দিচ্ছে বিএসএফ। ফলে চার বছর ধরে ঐ মসজিদের নির্মাণকাজ বন্ধ রয়েছে। বিয়ানীবাজারের বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, কূটনৈতিকভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে। মসজিদ পুনর্নির্মাণ নয়, বর্ধিতকরণের কাজে বাধা দিয়েছে বিএসএফ। লালমনিরহাটের পাটগ্রামের দহগ্রাম ইউনিয়ন সীমান্তের সরকারপাড়ায় নোম্যানসল্যান্ডের কাছে বিএসএফ কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। বিজিবিকে না জানিয়ে বিএসএফ এ কাজ করেছে বলে অভিযোগ রয়েছে। এ নিয়ে বিএসএফ ও বিজিবি সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করায় চরম উত্তেজনা দেখা দিয়েছে।
আমরা আশা করি, ভারত আগ্রাসী আচরণ থেকে বিরত হবে। বাংলাদেশ একটি স্বাধীন-সার্বভৌম দেশ এ কথা মনে রেখে তারা সমমর্যাদার ভিত্তিতে আমাদের সাথে সম্পর্ক পুনর্নির্মাণের উদ্যোগ নেবে। তারা দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে নাক গলিয়ে হাসিনার মতো সেবাদাসীর জন্ম দেয়ার ব্যর্থ চেষ্টা করবে না। তারা যেন ভুলে না যায়, ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনার বিচার ত্বরান্বিত করতে সহযোগিতা না করলে ভারত সন্ত্রাসী ফ্যাসিস্ট অগণতান্ত্রিক স্বৈরাচারের অভয়রাণ্য হিসেবে বিশ্ব সম্প্রদায়ের কাছে পরিচিত হবে।
হাসিনামুক্ত দেশের সীমান্ত রক্ষায় দেশের নিরাপত্তা বাহিনীর সদস্যরা ইতোমধ্যেই প্রমাণ করেছেন, ‘সাড়ে তিন হাত হাড় কবরের ভুঁই/ফুল পাখি নদী নীড় দেবো না কিছুই/দেবো না যবের ছড়া/ফসলের শতকরা/সবুজে শ্যামলে আঁকা থোকা থোকা জুঁই/নাও নদী ঢেউ জল দেবো না কিছুই।’ স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার শপথে বলীয়ান আইনশৃঙ্খলা ও নিরাপত্তা বাহিনীর সদস্য এবং আগ্রসানবিরোধী জনগণ ঈমানদারির সাথে আধিপত্যবাদী অপশক্তির সকল ষড়যন্ত্র রুখে দিচ্ছে এবং ভবিষ্যতেও দেবে, ইনশাআল্লাহ। আমাদের বিশ্বাস, রাজনৈতিক মতপার্থক্যের বিতর্ক ও সমাধান হবে গণতান্ত্রিক প্রক্রিয়ায়। ঐক্যের প্রাচীরে ফাটল ধরানোর ষড়যন্ত্রকারী ফ্যাসিস্টদের ঠাঁই বাংলাদেশের মাটিতে এদেশের মানুষ হতে দেবে না, অতএব সাবধান।