কাক্সিক্ষত পরিবর্তনের জন্য সময় প্রয়োজন : ডা. তাহের


১৬ জানুয়ারি ২০২৫ ১৯:২৫

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, ৫ আগস্ট বিল্পবের মধ্য দিয়ে দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান হয়েছে। তারপর কাক্সিক্ষত পরিবর্তনের জন্য সময় প্রয়োজন। ধৈর্য ও সহনশীলতার মধ্য দিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, সর্বস্তরের জাতীয় ঐক্যের ভিত্তিতে ৫ আগস্ট বিপ্লব হয়েছে। হাসিনা পালিয়ে গেছে। এ জাতীয় ঐক্যকে সামনে এগিয়ে নিয়ে যেতে হবে। বিপ্লবের চেতনা পরিপন্থী কোনো ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে হবে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী প্রয়োজনীয় সংস্কার শেষেই নির্বাচন দিতে হবে।
গত ১৩ জানুয়ারি সোমবার সন্ধ্যায় রাজধানীর মগবাজারস্থ আলফালাহ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের থানা ও বিভাগীয় দায়িত্বশীল কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর আবদুস সবুর ফকির, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর এডভোকেট ড. হেলাল উদ্দিন, সহকারী সেক্রেটারি কামাল হোসাইন, ড. আবদুল মান্নান, শামসুর রহমান প্রমুখ।
গণমুখী নেতৃত্বের ওপর গুরুত্বারোপ করে ডা. তাহের বলেন, ইতিবাচক মনোভাব নিয়ে জনগণের কাছে যেতে হবে। নেতৃত্বকে গণমুখী চরিত্র ধারণ করতে হবে। শ্রদ্ধা ও ভালোবাসা দিয়ে সবাইকে কাছে টেনে নিতে হবে।