মধুখালীতে জামায়াতে ইসলামীর কর্মী ও সহযোগী সমাবেশ


১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

মধুখালী উপজেলার কামারখালীতে জামায়াতে ইসলামীর কর্মী ও সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়েছ। গত শনিবার (১১ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টায় উপজেলার কামারখালী বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আয়োজন করে কামারখালী, আড়পারা ও ডুমাইন ইউনিয়ন শাখা জামায়াতে ইসলামী। কামারখালী ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আব্দুস সত্তারের সভাপতিত্বে ও উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আমীর সিকদারের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা বদরুদ্দীন আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর ঢাকা উত্তর শাখার সূরা সদস্য ও ফরিদপুর ১ আসনের জামায়াতের প্রার্থী ইলিয়াস মোল্লা, মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা আলীমুজ্জামান, রাজবাড়ী শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মাওলানা মনির আজম মুন্নু, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর মাওলানা হেমায়েতুল ইসলাম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি নওসের আলী চৌধুরী প্রমুখ।