স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে -মাওলানা শামসুল ইসলাম


১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৪৫

চট্টগ্রাম সংবাদদাতা: বর্ণিল আয়োজনে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের (সিআইএমসি) এক যুগপূর্তিতে ‘সিআইএমসি দিবস’ উদযাপন করা হয়। যুগপূর্তি উপলক্ষে সিআইএমসি অ্যালামনাই এসোসিয়েশন বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা, স্মারকের মোড়ক উন্মোচন, গ্র্যান্ড মেজবান, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ দিনব্যাপী নানা কার্যক্রম পরিচালনা করে। গত ১১ জানুয়ারি শনিবার সকাল ৯টায় কলেজ ক্যাম্পাস থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি ক্যাম্পাসের আশপাশে গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে কলেজ ভবনের সামনে এসে শেষ হয়। আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য মাওলানা আ ন ম শামসুল ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক ও আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ডা. এ কে এম ফজলুল হক, ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি এন্ড হেলথের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী দ্বীন মোহাম্মদ, সিআইএমসিএর গভর্নিং বডির চেয়ারম্যান অধ্যাপক নূরুন নবী, ডেভেলপমেন্ট ফর এডুকেশন সোসাইটি এন্ড হেলথের ট্রেজারার ও সিআইডিসির গভর্নিং বডির চেয়ারম্যান মোহাম্মদ জালাল উদ্দীন আকবর। প্রফেসর ডাক্তার মুসলিম উদ্দিন সবুজ, সেক্রেটারি, ডি ই এস এইচ ও উপাধ্যক্ষ, সিআইএমসি, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক প্রফেসর মুহাম্মদ আমির হোসাইন, প্রফেসর ডা. টিপু সুলতান, অধ্যক্ষ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ, অধ্যাপক মো. আকরাম পারভেজ চৌধুরী, অধ্যক্ষ, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল ডেন্টাল কলেজ। এছাড়া উপস্থিত ছিলেন চট্টগ্রাম ইন্টারন্যাশনাম মেডিকেল কলেজ অ্যালামনাই এসোসিয়েশনের সভাপতি ডা. রায়হানুল কবির এবং সাধারণ সম্পাদক ডা. আব্দুল মান্নানসহ অ্যালামনাই এসোসিয়েশনের নেতৃবৃন্দ। অনুষ্ঠান সঞ্চালনা করেন আবদুল্লাহ আল মাহবুব নাজমুল এবং তাহমিনা আক্তার ইমু।
আ ন ম শামসুল ইসলাম বলেন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ স্বাস্থসেবায় যে দৃষ্টান্ত স্থাপন করেছে, তা অন্যান্য প্রতিষ্ঠানের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। এ স্বাস্থসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ভবিষ্যৎ এ বিশতলা বিশিষ্ট হাসপাতাল কমপ্লেক্স করার প্রতিশ্রুতি প্রদান করেন।
প্রফেসর ডাক্তার মুসলিম উদ্দিন সবুজ বলেন, চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ প্রতিষ্ঠার মাধ্যমে মেডিকেল শিক্ষা, স্বাস্থ্যসেবা ও গবেষণায় এ প্রতিষ্ঠানের সাফল্য ঈর্ষনীয়। অ্যালামনাই এসোসিয়েশন এর কার্যক্রমের প্রশংসা করে তিনি বলেন, অ্যালামনাই এসোসিয়েশন আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে এবং বাস্তবায়নে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
অনুষ্ঠানে চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, অধ্যাপক, শিক্ষক, চিকিৎসকসহ কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।