ইসলাম ছাড়া বৈষম্যহীন সমাজ-রাষ্ট্র প্রতিষ্ঠা অসম্ভব-নূরুল ইসলাম বুলবুল


১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৪৪

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমীর মো. নূরুল ইসলাম বুলবুল বলেছেন, ইসলাম যখন বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত হবে, তখনই ইসলামের কল্যাণ সবাই উপভোগ করতে পারবে। যতক্ষণ পর্যন্ত এটি প্রতিষ্ঠিত না হবে, ততক্ষণ পর্যন্ত আংশিকভাবে এটিকে আমরা পাব। এখন যে যার মতো ইসলাম পালন করে। কিন্তু ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে সেখানে এমনভাবে সবাইকে গড়ে তোলা হবে, ইসলামের পূর্ণাঙ্গ রূপ সম্পর্কে সবাই অবগত হবে। তাই আমাদের সবাইকে ইসলামের পরিপূর্ণ সুফল পেতে ইসলামী সমাজ প্রতিষ্ঠায় এগিয়ে আসতে হবে। সমাজের যে বৈষম্য চলমান, মানবরচিত মতবাদ দিয়ে তা দূর করা সম্ভব নয়। ইসলাম ছাড়া বৈষম্যহীন সমাজ-রাষ্ট্র প্রতিষ্ঠা অসম্ভব।
গত ১২ জানুয়ারি রোববার রাতে চাঁপাইনবাবগঞ্জে তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় বিভিন্ন ক্রীড়া অনুষ্ঠানের পুরস্কার বিতরণী অনুষ্ঠান, তাফসিরুল কুরআন মাহফিলসহ বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
তিনি বলেন, ইসলাম হচ্ছে পরিপূর্ণ এবং আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র জীবনবিধান। এটি হচ্ছে পরিবার, সমাজ, রাষ্ট্র, জাতীয় আন্তর্জাতিকসহ সামগ্রিক পূর্ণাঙ্গ ব্যবস্থাপনা। মানবরচিত চিন্তা-দর্শন, দৃষ্টিভঙ্গি এবং যাবতীয় কার্যক্রম হচ্ছে দুনিয়ামুখী। কারণ বস্তুবাদী ধ্যান-ধারণায় যারা বিশ্বাস করে তারা পরকালকে বিশ্বাস করে না। সুতরাং দুনিয়ার জীবনে ভালো থাকাকেই তারা কল্যাণ মনে করে। এজন্য মৃত্যুর পরের জীবন নিয়ে তাদের কোনো পরিকল্পনা নেই। ইসলামী জীবনবিধান আল্লাহ নিজে দিয়েছেন কুরআন ও রাসূল (সা.)-এর মাধ্যমে। এজন্য এটি পূর্ণাঙ্গ। অন্যদিকে মানুষের তৈরি করা মতবাদ ভিন্ন ভিন্ন হওয়ায় সেটি মানবতার সমস্যার সঠিক সমাধান দিতে ব্যর্থ। এজন্য মতবাদ অসম্পূর্ণ ও অপূর্ণাঙ্গ।
কুরআন ভিত্তিক জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। হালাল-হারাম, কল্যাণ-অকল্যাণ, ন্যায়-অন্যায় চেনার মাধ্যম হচ্ছে কুরআন। ইসলাম আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য নেয়ামত। ইসলামী জীবন ব্যবস্থা ছাড়া কোনো ঈমানদার অন্য কোনো জীবনব্যবস্থা গ্রহণ করতে পারেনা। সমাজে প্রতিষ্ঠিত সকল জীবন বিধানের ওপর ইসলামকে বিজয়ী করার জন্যই রাসূলে করিম সা.-কে আল্লাহ তায়ালা প্রেরণ করেছেন।