ঝিনাইগাতীতে জামায়াতে ইসলামীর সাধারণ সভা


১৬ জানুয়ারি ২০২৫ ১৮:৪০

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিনাইগাতী উপজেলার সদর ইউনিয়ন শাখার উদ্যোগে গত ৯ জানুয়ারি বৃহস্পতিবার স্থানীয় সাড়ি কালিনগর চৌরাস্তা মোড়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ঝিনাইগাতী সদর ইউনিয়ন আমীর মাওলানা মো. নূরুল ইসলাম আদেল। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আলহাজ নুরুজ্জামান বাদল।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন শেরপুর জেলা জামায়াতের শূরা সদস্য মাওলানা মো. আব্দুল হাকিম, ঝিনাইগাতী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নুরুল ইসলাম, সেক্রেটারি মো. ফরহাদ হোসাইন, গৌরীপুর ইউনিয়নের সাবেক আমীর মাওলানা কারী মো. আসাদুল্লাহ সিরাজী প্রমুখ।
এছাড়াও উপজেলা ও ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।