১৬ জানুয়ারি ২০২৫ ১৬:১৩
কালাই (জয়পুরহাট) সংবাদদাতা: জয়পুরহাটের কালাই পৌরসভার ২নং ওয়ার্ডে জামায়াতের আয়োজনে সাধারণ সভা পাঁচশিরা জামে মসজিদে গত ৯ জানুয়ারি বাদ মাগরিব পৌরসভা আমীর মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি এসএম রাশেদুল আলম সবুজ। তিনি বলেন, জামায়াতে ইসলামীর ২ জন শীর্ষনেতা ৩টি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। তাদের ৩ মন্ত্রণালয়ে একটি টাকারও দুর্নীতি হয়নি। আসুন, আমরা সকলে মিলেমিশে আগামী জাতীয় নির্বাচনসহ সকল স্থানীয় নির্বাচনে জামায়াত মনোনীত প্রার্থীদের ভোট দিয়ে জয়যুক্ত করি এবং দেশের উন্নয়নে অবদান রাখি। প্রধান আলোচক ছিলেন জেলা জামায়াতের তারবিয়াত সেক্রেটারি মাওলানা মো. মাহমুদুল হাসান। স্বাগত বক্তব্য রাখেন কালাই উপজেলা আমীর মুনছুর রহমান, নায়েবে আমীর অধ্যক্ষ মো. তাইফুল ইসলাম ফিতা ও আব্দুর রউফ মণ্ডল, সেক্রেটারি অধ্যাপক আব্দুল আলীম, ওলামা বিভাগের সভাপতি মাওলানা মোজাফফর হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন জামায়াতের যুব বিভাগের সভাপতি খায়রুল ইসলাম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোন্তাহার হোসেন, বাইতুল মাল সেক্রেটারি আনোয়ারুল ইসলাম প্রমুখ। সঞ্চালনায় ছিলেন ডা. কাওছার আহমেদ। সভায় প্রায় দুই শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।