‘আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে থানায় জামায়াতের নেতাকর্মীরা’ শিরোনামে প্রকাশিত খবরের প্রতিবাদ


১০ জানুয়ারি ২০২৫ ১২:০০

‘আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে মিছিল নিয়ে থানায় জামায়াতের নেতাকর্মীরা’ শিরোনামে প্রকাশিত খবরের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে গাজীপুর জেলা জামায়াতে ইসলামী। গত রোববার (৫ জানুয়ারি) গাজীপুর জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মোস্তাফিজুর রহমান খানের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। ওই বিবৃতিতে বলা হয়, ৪ জানুয়ারি বেশকিছু জাতীয় ও অনলাইন পত্রিকায় গাজীপুর সদর উপজেলা ‘আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে মিছিল নিয়ে থানায় জামায়াতের নেতাকর্মীরা’ শিরোনামে সংবাদ পরিবেশিত হয়েছে।
প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে যৌথ বিবৃতিতে জামায়াতে ইসলামী গাজীপুর জেলা আমীর ড. মো. জাহাঙ্গীর আলম ও জেলা সেক্রেটারি মো. সফিউদ্দিন বলেন, মো. সফিকুল সিকদার (৩৮) বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন কর্মী। তিনি ২০১৮ সালে জামায়াতে ইসলামীতে যোগদান করেন। পরে ২০২৩ সালের ডিসেম্বর মাস থেকে নিয়মিত জামায়াতের কর্মী হিসেবে সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করে আসছেন। তিনি বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের গণআন্দোলনেও বলিষ্ঠ ভূমিকা রেখেছিলেন। কতিপয় কুচক্রী মহল তাদের দলে নেয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করে ব্যর্থ হওয়ার পর তাকে হয়রানি করার জন্য গ্রেফতার করায়। জামায়াতের একজন কর্মী হিসেবে কোনো মামলা ছাড়া তাকে গ্রেফতারের খবরে আমরা গাজীপুর জেলা জামায়াতের পক্ষ থেকে তার বিষয়টি খোঁজখবর নিতে জয়দেবপুর থানায় যোগাযোগ করি।
নেতাকর্মীরা অবিলম্বে সফিকুল সিকদারের মুক্তির দাবি করেন উল্লেখ করে ওই বিবৃতিতে আরও বলা হয়, পাশাপাশি উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াতে ইসলামীর সুনাম ক্ষুণ্ন করার জন্য বিভিন্ন সংবাদ মাধ্যমে মুখরোচক সংবাদ প্রকাশের নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। প্রেস বিজ্ঞপ্তি।