সংগঠন সংবাদ


১০ জানুয়ারি ২০২৫ ১২:০০

কর্মী শিক্ষাশিবির
ফুলবাড়ী (কুড়িগ্রাম), সংবাদদাতা : “সৃষ্টি যার, আইন চলবে তাঁর”- এ প্রতিপাত্য সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী শিক্ষাশিবির-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। ফুলবাড়ী উপজেলা জামায়াতের আয়োজনে গত ৪ জানুয়ারি শনিবার সকাল ১০টায় উপজেলার মডেল মসজিদ অডিটরিয়ামের হলরুমে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জামায়াতে ইসলামী ফুলবাড়ী উপজেলা আমীর মাওলানা আব্দুল মালেকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক আজিজুর রহমান সরকার, অঞ্চল টিম সদস্য রংপুর ও দিনাজপু। বিশেষ অতিথি ছিলেন কুড়িগ্রাম জেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মো. আব্দুল মতিন ফারুকী। সহ-সাধারণ সম্পাদক মাওলানা মো. আব্দুল হামিদ মিয়া, জামায়াতে ইসলামী কুড়িগ্রাম জেলা শাখা ও কর্মপরিষদের সদস্য রফিকুল ইসলাম মাস্টার প্রমুখ উপস্থিত ছিলেন।
অতিথিবৃন্দ দাওয়াতে ইল্লাল্লাহ বর্তমান প্রেক্ষিত, অনুশীলন পাঠ, যুগে যুগে ইসলামী আন্দোলনের কর্মীদের অগ্নিপরীক্ষা, গণভিত্তি রচনায় দায়িত্বশীলদের ভূমিকা, বাইয়াত বিল্লার গুরুত্ব ও পদ্ধতি, ইসলামী আন্দোলনের কর্মীদের গুণাবলি, দারসুল কুরআন নিয়ে আলোচনা করেন। বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করে বিকেল ৪টায় কর্মী শিক্ষাশিবিরের সমাপ্তি ঘোষণা করা হয়।
গিয়াস উদ্দীনের জানাযায় মাওলানা আবদুল হালিম
নীলফামারী সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চল পরিচালক মাওলানা আব্দুল হালিম বলেছেন, মরহুম প্রকৌলশী গিয়াস উদ্দীন সকল দিক থেকে একজন অনুগত, আমলদার এবং সংগঠনের নিবেদিতপ্রাণ দাঈ ছিলেন। তিনি তার সংগঠনের বড় দায়িত্বে থাকার পরও অর্থের প্রতি তার কোনো লোভ ছিল না। তিনি গত ৩ জানুয়ারি শুক্রবার বাদ জুমা ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক ও ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রকৌশলী গিয়াস উদ্দীনের জানাযাপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় এ কথা বলেন। মাওলানা আব্দুল হালিম আরো বলেন, আমীরে জামায়াতের দৃষ্টিতে একজন ভালো মানুষ হওয়া কঠিন ব্যাপার। আমীরে জামায়াত তার ফেসবুকে যে নোট দিয়েছেন এতে আমীরে জামায়াত তার ওপর সন্তুষ্টি প্রকাশ করেছেন। এটার অন্যতম একটি কারণ হচ্ছে অনেক সময় অনেক জ্ঞানী-গুণী পাওয়া যায় কিন্তু অনুগত ও আমলদার পাওয়া যায় না। জানাযা নামাযপূর্ব সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নীলফামারী জেলা জামায়াতের আমীর অধ্যক্ষ আব্দুস সাত্তার, জেলা সেক্রেটারি আন্তাজুল ইসলাম, জেলা জামায়াতের নায়েবে আমীর ড. খায়রুল আনাম, ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রকৌশলী মিজানুর রহমান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, মরহুমের ছেলে মিনারুল হক প্রমুখ। এছাড়া জানাযা নামাযে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা জামায়াতের প্রচার সেক্রেটারি প্রভাষক ছাদের হোসেন, জেলা কর্মপরিষদ সদস্য ওবায়দুল্লাহ সালাফী, মনিরুজ্জামান মন্টু, আব্দুল কাদিম প্রমুখ।
উল্লেখ, গত ২ জানুয়ারি বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ঢাকায় ইন্তেকাল করেন প্রকৌশলী গিয়াস উদ্দীন (৭৫)। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৪ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।
কটিয়াদীতে হিন্দু সম্প্রদায়ের মাঝে জামায়াতের শীতবস্ত্র বিতরণ
কটিয়াদী সংবাদদাতা: কিশোরগঞ্জের কটিয়াদীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে হিন্দু সম্প্রদায়ের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গত ৩ জানুয়ারি শুক্রবার বিকালে কটিয়াদী পৌর এলাকার পশ্চিমপাড়া মহল্লার শ্রী শ্রী কালীমন্দির প্রাঙ্গণে মন্দির পরিচালনা কমিটির সভাপতি ডা. প্রদীপ সাহার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার। বিশেষ অতিথি ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ছাইদুল হক বিএসসি, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম মোড়ল, উপজেলা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব প্রভাষক ধ্রুব রঞ্জন দাস, উপজেলা জামায়াতের অফিস সেক্রেটারি জামাল উদ্দিন মাস্টার, পৌর জামায়াতে ইসলামীর আমীর আনিসুজ্জামান রুবেল, কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক বিজয় সাহা, বাবু মধুসূদন সাহা প্রমুখ।
অধ্যাপক মোজাম্মেল হক বলেন, অনেকে মনে করেন, জামায়াতে ইসলামী সংগঠনটি শুধুমাত্র মুসলমানদের জন্যই কাজ করে থাকে, বাস্তবত বিষয়টি মোটেও এমনটি নয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল ধর্মাবলম্বীদের প্রতি পূর্ণ শ্রদ্ধাশীল একটি সংগঠন। এ সংগঠনটি সকল ধর্মের জনগোষ্ঠীর সুখ-দুঃখের অংশীদারিত্ব হিসেবে অতীতেও কাজ করেছে এবং ভবিষ্যতেও তাদের জন্য নিরলসভাবে কাজ করতে অঙ্গীকারবদ্ধ।
মতলব উত্তরে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ
দেওয়ান মুরাদুজ্জামান, চাঁদপুর: চাঁদপুর জেলার মতলব উত্তরে বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গত ৩ জানুয়ারি শুক্রবার সকালে মতলব উত্তরের নিশ্চিন্তপুর কলেজ মাঠে শীতবস্ত্র বিতরণ করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা জেলা শাখার যুগ্মসাধারণ সম্পাদক ডা. আবদুল মোবিন উপস্থিত থেকে এ বিতরণ কাজ সম্পন্ন করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মতলব উত্তর উপজেলার সভাপতি প্রফেসর দেওয়ান আবুল বাসার, সাধারণ সম্পাদক মেহেদী হাসান নাজির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী দুর্গাপুর ইউনিয়ন শাখার বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ ও কর্মীগণ।
ডা. আবদুল মোবিন সূরা আসরের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, আমাদের হায়াতের জিন্দেগী বরফের মতো গলে শেষ হয়ে যাচ্ছে। তাই জীবনের পুঁজি সংগ্রহ করার লক্ষ্যে এ সময়কে কাজে লাগানো প্রত্যেকটা মুমিন মুসলমানের দায়িত্ব কর্তব্য। এ হায়াত শেষ হয়ে গেলে আমলের পুঁজি সংগ্রহ করার আর কোনো সুযোগ থাকবে না।
মৌলভীবাজার জেলা জামায়াতের ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবির
মৌলভীবাজার সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আগামীর বাংলাদেশ গড়ার ক্ষেত্রে জাতির নিকট ইসলাম ছাড়া আর অন্য কোনো আদর্শ নেই। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে দায়িত্বশীলদের ব্যক্তিগত ও দীনি যোগ্যতা অর্জনের পাশাপাশি দাওয়াতি চরিত্র নিয়ে প্রতিটি মানুষের কর্ণকুহরে ইসলামের সুমহান আদর্শের দাওয়াত পৌঁছে দিতে হবে। গত ৪ জানুয়ারি শনিবার মৌলভীবাজার জেলা জামায়াতের আয়োজনে অনুষ্ঠিত ইউনিয়ন দায়িত্বশীল শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি। সকাল ১০টা থেকে দিনব্যাপী জেলার ৬৭ ইউনিয়নের তিনজন হারে ২০১ জন প্রতিনিধি নিয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। জেলা জামায়াতের আমীর প্রকৌশলী মো. শাহেদ আলীর সভাপতিত্বে ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. ইয়ামীর আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত এ শিক্ষাশিবিরে বিশেষ অতিথির আলোচনা রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট মহানগর জামায়াতের আমীর মো. ফখরুল ইসলাম, সিলেট জেলা আমীর মাওলানা হাবিবুর রহমান। প্রাণবন্ত এ শিক্ষাশিবির বিষয়ভিত্তিক সাজানো ছিল। জেলা আমীর মো. শাহেদ আলী উদ্বোধনী বক্তব্য রাখেন। দারসে কুরআন পেশ করেন জেলা সহকারী সেক্রেটারি মাওলানা হারুনুর রশিদ তালুকদার। “সাংগঠনিক গণভিত্তি রচনার উপায়” শীর্ষক আলোচনা পেশ করেন সিলেট জেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সাংগঠনিক পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন আলোচনা পেশ করেন মৌলভীবাজার জেলা জামায়াতের আমীর শাহেদ আলী। ‘আত্মগঠন, কর্মী গঠন ও মান উন্নয়নে দায়িত্বশীলের ভূমিকা’ বিষয়ক আলোচনা পেশ করেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মো. ফখরুল ইসলাম। দিনব্যাপী এ শিক্ষাশিবিরে অংশ নেন বিভিন্ন উপজেলার ইউনিয়ন সভাপতি, সেক্রেটারি ও টিম সদস্যবৃন্দ। এতে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম, সদর উপজেলা আমীর ফখরুল ইসলাম, রাজনগর উপজেলা আমীর আবুল রাইয়ান শাহীন, শ্রীমঙ্গল উপজেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সুবহান, সদর উপজেলা সেক্রেটারি দেওয়ান আশিক আল রশিদ চৌধুরী প্রমুখ।
দায়িত্বশীল শিক্ষাশিবির
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) সংবাদদাতা: নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে উপজেলার সকল শাখার দায়িত্বশীলদের নিয়ে আঞ্চলিক দায়িত্বশীল শিক্ষাশিবির সমাবেশ অনুষ্ঠিত হয়।
গত শুক্রবার (৩ জানুয়ারি) সকালে নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী আমীর মাস্টার মুহাম্মদ আবদুল গফুরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বান্দরবান জেলা জামায়াতে ইসলামী আমীর মাওলানা এস এম আবদুছ সালাম আজাদ।
অনুষ্ঠান পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সেক্রেটারি মাওলানা ইদুল আমিন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলা সহ-সভাপতি ও আগামী নাইক্ষ্যংছড়ি উপজেলার কাণ্ডারি মাওলানা রফিক বশরী, বান্দরবান জেলা মজলিসে শূরা সদস্য ও নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের আমীর মাওলানা ওমর ফারুক সিরাজী, মজলিসে শূরা সদস্য ও নাইক্ষ্যংছড়ি জামায়াতের সেক্রেটারি ও আগামী নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের কাণ্ডারি মুহাম্মদ আবু নাসের, নাইক্ষ্যংছড়ি উপজেলা জামায়াতের সাবেক আমীর রফিক আহাম্মেদ, জামায়াতে ইসলামী সাবেক সেক্রেটারি ও নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সাবেক সেক্রেটারি সাংবাদিক মাহামুদুল হক বাহাদুর, বান্দরবান জেলা আদর্শ শিক্ষা পরিষদ ও নাইক্ষ্যংছড়ি উপজেলা তত্ত্বাবধায়ক অধ্যাপক হামেদ হাসান, নাইক্ষ্যংছড়ি কেন্দ্রীয় বাজার জামে মসজিদের মাওলানা বশির উদ্দীন, বান্দরবান জেলার উলামা মাশায়েখ পরিষদের সহ-সভাপতি হাফেজ মাওলানা তাহেরুল হকসহ উপজেলা জামায়াতে ইসলামীর বিভাগীয় পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।