শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ‘ইসলামী নেতৃত্বের স্বরূপ’ বইয়ের মোড়ক উন্মোচন


১০ জানুয়ারি ২০২৫ ১২:০০

জামায়াতে ইসলামীর সাবেক সেক্রেটারি জেনারেল ও সাবেক সমাজকল্যাণমন্ত্রী আলী আহসান মোহাম্মদ মুজাহিদ রচিত ‘ইসলামী নেতৃত্বের স্বরূপ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠিত হয়েছে। গত ৭ জানুয়ারি মঙ্গলবার ঢাকার মগবাজারস্থ আল-ফালাহ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।
ডা. শফিকুর রহমান বলেন, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন একজন আমানতদার ও দক্ষ নেতা। তার সম্মানিত পিতা মাওলানা আবদুল আলী বলেছিলেন, আমি আমার এ ছেলেকে ইসলামের জন্য ওয়াকফ করেছি। শহীদ মুজাহিদ তার পিতার সেই আকাক্সক্ষার প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন। অত্যন্ত সততা ও দক্ষতার সাথে তিনি সরকারি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। একজন জাতীয় নেতা ও ইসলামী আন্দোলনের সংগঠক হিসেবে তিনি আমাদের জন্য রেখে গেছেন বিশাল অবদান ও অনেক শিক্ষা। কারাভ্যন্তরেও তিনি তার প্রিয় সংগঠনের কথাই ভেবেছেন। কারাগার থেকে আমাদের জন্য লিখেছেন উত্তম নসিহত সংবলিত বই। আমরা শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের জান্নাতুল ফেরদৌস প্রাপ্তির জন্য দোয়া করছি। তার অবদান ও শাহাদাত আল্লাহ তায়ালা কবুল করুন।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম, সাপ্তাহিক সোনার বাংলার চেয়ারম্যান এ কে এম. রফিকুন্নবী, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ড. রেজাউল করিম ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর আবদুল জব্বার। পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন লেখকের পুত্র অনুবাদক ও লেখক আলী আহমাদ মাবরুর। উপস্থিত ছিলেন শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদের সহধর্মিণী, ভাই ও পরিবারের অন্য সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইটির প্রকাশনা প্রতিষ্ঠান তাফহীম পাবলিকেশনের চেয়ারম্যান মু. রাজিফুল হাসান বাপ্পী। সঞ্চালনা করেন তাফহীমের সেলস বিভাগের প্রধান আমজাদ ইলাহী। স্বাগত বক্তব্য রাখেন শামছুর রহমান ফাউন্ডেশনের সদস্য সচিব মো. ইকবাল হোসেন ও তাফহীম পাবলিকেশনের সম্পাদক মুহাম্মদ আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন পাবলিকেশনের পরিচালক ওয়াহিদ জামান, সিইও শাহমুন নাকীব ফারাবী, শেয়ারহোল্ডার মামুন আবদুল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বইটির প্রকাশনা প্রতিষ্ঠান তাফহীম পাবলিকেশনের চেয়ারম্যান মু. রাজিফুল হাসান বাপ্পী। সঞ্চালনা করেন তাফহীমের সেলস বিভাগের প্রধান আমজাদ ইলাহী। স্বাগত বক্তব্য রাখেন শামছুর রহমান ফাউন্ডেশনের সদস্য সচিব মো. ইকবাল হোসেন ও তাফহীম পাবলিকেশনের সম্পাদক মুহাম্মদ আবু সুফিয়ান। উপস্থিত ছিলেন পাবলিকেশনের পরিচালক ওয়াহিদ জামান, সিইও শাহমুন নাকীব ফারাবী, শেয়ারহোল্ডার মামুন আবদুল্লাহ প্রমুখ।
মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ ছিলেন এদেশের ইসলামী আন্দোলন ও রাজনীতির অন্যতম প্রধান নেতা। তিনি এদেশে ইসলাম সমাজ বিনির্মাণের আন্দোলনে ছাত্রজীবন থেকে শাহাদাত অবধি নেতৃত্ব দিয়েছেন। তার ও তার সহকর্মী নেতৃবৃন্দের নেতৃত্বে এদেশের ইসলামী রাজনীতি ও সংগঠন মজবুত ভিতের ওপর প্রতিষ্ঠিত হয়েছে।
আধিপত্যবাদী ও ইসলামবিরোধী শক্তির বিরুদ্ধে আলী আহসান মোহাম্মদ মুজাহিদের অবস্থান ছিল আপসহীন ও সংগ্রামমুখর। তার এ আধিপত্যবাদবিরোধী সংগ্রামী ভূমিকার কারণেই তিনি নির্মম জুলুমের শিকার হন। কিন্তু অবর্ণনীয় জুলুম ও দীর্ঘ বন্দিজীবন সত্ত্বেও তিনি তার আদর্শিক অবস্থান থেকে টলেননি। এমনকি আদর্শের ওপর অবিচল থেকেই তিনি শাহাদাতবরণ করেছেন।
আলী আহসান মোহাম্মদ মুজাহিদ কারাভ্যন্তরে রচনা করেছেন ‘ইসলামী নেতৃত্বের স্বরূপ’ বইটি। বইটিতে তিনি তার দীর্ঘ রাজনৈতিক ও সাংগঠনিক জীবনের অভিজ্ঞতালব্ধ আলোচনা পেশ করেছেন। তিনি সংক্ষেপে আলোকপাত করেছেন ইসলামী নেতৃত্বের কাক্সিক্ষত গুণাবলি বিষয়ে। ইসলামী আন্দোলনের সর্বপর্যায়ের নেতৃত্বের জন্য বইটি খুবই প্রাসঙ্গিক ও উপকারী হবে। প্রেস বিজ্ঞপ্তি।