আমরা জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দেয়ার জন্য কাজ করছি : অধ্যাপক মুজিবুর রহমান
১০ জানুয়ারি ২০২৫ ১২:০০
রাজশাহী সংবাদদাতা: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমীর ও সাবেক এমপি অধ্যাপক মুজিবুর রহমান বলেছেন, আমরা এমন একটি রাষ্ট্র গঠনের চেষ্টা করছি, যেখানে মানুষের মধ্যে কোনো বিভাজন থাকবে না। মানবিক বাংলাদেশ গঠনের মাধ্যমে রাষ্ট্রই সকল মানুষের মৌলিক অধিকারের নিশ্চয়তা প্রদান করবে। আমরা জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দেয়ার জন্য কাজ করছি।
গত ৭ জানুয়ারি মঙ্গলবার রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসুদেবপুর ইউনিয়ন জামায়াত আয়োজিত সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। তিনি আত্মনির্ভরশীল জাতি গঠনের জন্য শুধুমাত্র একদল থেকে অন্য দলের কাছে ক্ষমতার হাতবদল নয় বরং ভারসাম্যপূর্ণ রাষ্ট্র গঠনের জন্য প্রয়োজনীয় সংস্কার করতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান। বাসুদেবপুর ইউনিয়ন আমীর অধ্যাপক আব্দুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রাজশাহী জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ড. মোহাম্মদ ওবায়দুল্লাহ্। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার তাইফুর রহমান, গোদাগাড়ী উপজেলা সেক্রেটারি মো. হাফিজুর রহমান, উপজেলা কর্মপরিষদ সদস্য অধ্যাপক মুস্তাফিজুর রহমান, বাসুদেবপুর ইউনিয়ন সেক্রেটারি মো. আব্দুস সাত্তারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অধ্যাপক মুজিব বলেন, ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাস, নৈরাজ্য, অপরাজনীতি ও জনগণকে কষ্ট দেয়ার অশুভ বৃত্ত থেকে সংশ্লিষ্টদের অবশ্যই বেরিয়ে আসতে হবে। ব্যক্তিস্বার্থ, সংকীর্ণ দলীয় স্বার্থের বিপরীতে জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে দেশ গড়ার প্রত্যয় গ্রহণ করতে হবে। তাহলে আমরা জাতিকে এক নতুন বাংলাদেশ উপহার দিতে সক্ষম হবো। তিনি বর্তমান শীতকালীন সময়ে উষ্ণ বস্ত্র বিতরণের জন্য সামর্থ্যবানদের প্রতি আহ্বান জানান।