দল-মত নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশকে এগিয়ে নিতে হবে : অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
২ জানুয়ারি ২০২৫ ১৭:১০
খুলনা সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, হিন্দু-মুসলিমসহ সকল ধর্মের মানুষের জন্ম এ দেশে। তাই হিন্দু-মুসলিম হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে দল-মত নির্বিশেষে সাম্প্রদায়িক সম্প্রীতির এ দেশকে এগিয়ে নিতে হবে। বিগত পতিত সরকার দুর্নীতি-লুটপাটের মাধ্যমে দেশকে মূলত অকার্যকর করে ফেলেছে। গত ১৫ বছরে শেখ হাসিনা ও তার পরিবারসহ তাদের আস্থাভাজন মন্ত্রী, এমপি, দলীয় লোকজন দেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। এ অবস্থায় জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশের দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। এ সরকারকে ব্যর্থ করতে ফ্যাসিবাদের দোসররা ওত পেতে আছে। তাই সবাইকে সজাগ থাকতে হবে- যাতে কেউ ষড়যন্ত্র করে আমাদের সম্প্রীতির বন্ধনে ফাটল ধরাতে না পারে। যদি এ অন্তর্বর্তীকালীন সরকার ব্যর্থ হয়ে যায়, তাহলে আমাদের সামনে মহাদুর্যোগ নেমে আসবে। গত ২৮ ডিসেম্বর শনিবার সকালে খুলনা জেলার ফুলতলা উপজেলার হাবিবুর রহমান মিলনায়তনে ফুলতলা উপজেলা জামায়াতে ইসলামী আয়োজিত হিন্দু প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
উপজেলা আমীর অধ্যাপক আব্দুল আলীম মোল্লার সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মুন্সী মিজানুর রহমান, সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল গাওসুল আযম হাদী, মো. গোলাম মোস্তফা আল মুজাহিদ, খুলনা জেলা ছাত্রশিবিরের সভাপতি হাফেজ বেলাল হোসাইন রিয়াদ। উপজেলা সেক্রেটারি ও সাবেক ইউপি চেয়ারম্যান মাওলানা সাইফুল হাসান খানের পরিচালনায় সম্মেলনে বক্তৃতা করেন অধ্যক্ষ সমীর কুমার ব্রহ্ম, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ গাজী মারুফুল কবির, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ফুলতলা উপজেলা সভাপতি সহকারী অধ্যাপক গৌতম কুমার কুন্ডু, ফুলতলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গৌরহরি দাস, বিশ্বনাথ মণ্ডল প্রমুখ।
সম্মেলনে গৌরহরি দাসকে সভাপতি, শ্যামল কুমার দত্ত, বিশ্বনাথ মণ্ডল ও নারায়ণ মণ্ডলকে সহ-সভাপতি, মিন্টু সেনকে সাধারণ সম্পাদক, অসিত কুমার ও উজ্জল পালকে সহ-সাধারণ সম্পাদক, শংকর কুমারকে সাংগঠনিক সম্পাদক, শক্তিপদকে দপ্তর সম্পাদক, ডা. জয়দেব সরকারকে প্রচার সম্পাদক ও উজ্জ্বলকে সহ-প্রচার সম্পাদক করে ২১ সদস্যবিশিষ্ট ফুলতলা উপজেলার হিন্দু কমিটি গঠিত হয়।
সেক্রেটারি জেনারেল আরও বলেন, এ দেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান মিলেমিশে বসবাস করবে। আমরা কোথাও পালিয়ে যাব না। এ দেশ আমার, এ দেশ সম্প্রীতির। এ দেশের মানুষ বন্ধুসুলভ হয়ে পরস্পর প্রতিবেশী হয়ে থাকবে। আর পরস্পরকে (সংঘ্যালঘু বলে) লাগিয়ে দেওয়ার জন্য এটি একটি শয়তানি চক্র।
তিনি বলেন, এদেশে যারা জন্মগ্রহণ করবে তারা সবাই গর্বিত মানুষ। এ রাষ্ট্রে যদি আল্লাহ তায়ালা আমাদের দায়িত্ব দেন, তখন চাঁদাবাজ ও দখলদারদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো হবে। সেইসঙ্গে দুর্নীতিমুক্ত প্রহসনমুক্ত বাংলাদেশ গড়া হবে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আমরা বেকার যুবকদের বাংলাদেশ চাই না। আমরা কর্মঠ ও স্বাবলম্বী যুবকদের একটি উন্নত বাংলাদেশ গড়তে চাই। আমাদের লক্ষ্য একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়া। তিনি বলেন, ঘুষ ও দুর্নীতির অবসান ঘটিয়ে প্রশাসনকে জনগণের সেবায় নিযুক্ত করতে হবে। কোনো অফিস-আদালতে ঘুষ-দুর্নীতি চলতে দেওয়া হবে না। আমরা আমাদের দেশকে ভালোবাসি বলেই গত ১৫ বছরের চরম নির্যাতন-নিপীড়ন সহ্য করে শত শত নেতাকর্মীকে হারিয়েও বাংলার মাটি আঁকড়ে পড়ে থেকেছি। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে একটি সম্প্রীতির বাংলাদেশ বিনির্মাণে কাজ করা হবে। সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা হবে, ইনশাআল্লাহ।