আল্লাহর দীন কায়েমের জন্য আমরা সকল ইসলামী সংগঠনের সাথে ঐক্য গড়তে প্রস্তুত : মাওলানা আবুল হাসনাত আবদুল হালিম
২ জানুয়ারি ২০২৫ ১৭:০৯
রংপুর সংবাদদাতা: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রংপুর-দিনাজপুর অঞ্চলের পরিচালক মাওলানা আবুল হাসনাত আবদুল হালিম বলেছেন, এদেশের বুকে আল্লাহর দীন কায়েমের জন্য আমরা সকল স্তরের ইসলামী সংগঠনের সাথে ঐক্য গড়ে তুলতে প্রস্তুত। পরাজিত ফ্যাসিস্টরা ষড়যন্ত্র করছে এবং করবে। তবে তারা সফল হবে না, ইনশাআল্লাহ। দেশ এবং জাতির স্বার্থে ঐক্য গড়তে আমরা সকল মতভেদ ত্যাগ করতে প্রস্তুত আছি।
তিনি গত ২৭ ডিসেম্বর শুক্রবার রংপুর মহানগরীর কোতোয়ালি থানা শাখা আয়োজিত অগ্রসর কর্মীদের কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন।
কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও রংপুর মহানগর আমীর উপাধ্যক্ষ এটিএম আজম খান। জামায়াতের মহানগরী কোতোয়ালি থানা শাখা আমীর মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য রাখেন জামায়াতের মহানগর তারবিয়াত সেক্রেটারি মাওলানা শাহজাহান সিরাজ, কোতোয়ালি থানা শাখা নায়েবে আমীর ওয়াজেদ আলী শাহ প্রমুখ।
মাওলানা আবদুল হালিম জামায়াত কর্মীদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আল্লাহর নিকটবর্র্তী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আমাদের প্রত্যেকের মান আল-কুরআনের আলোকে গড়ে তুলতে হবে। তিনি বলেন, তারাই উত্তম যারা নিজেদের জীবনে কুরআন বহন করে, কুরঅনের আলোকে জীবন গড়ে।
মাওলানা আবদুল হালিম বলেন, আমরা নিছক রাজনৈতিক দলের কর্মী নই, ইসলামী আন্দোলনের কর্মী। আমরা সমাজের দায়িত্ব পেলে শাশক হব না, সেবক হব।