সংগঠন সংবাদ
২ জানুয়ারি ২০২৫ ১৭:০৯
চকবাজার থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, সাধারণ মানুষ জামায়াতে ইসলামী সম্পর্কে ভালো-মন্দ ধারণা পোষণ করে থাকে। ফলে আপনাদের সবরের মাধ্যমে দীন কায়েমের কাজকে এগিয়ে নিতে হবে। আর যেকোনো পরিস্থিতিতে সাহসিকতার সাথে নিজেদের দক্ষতা ও সক্ষমতার আলোকে ময়দানকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং সর্বাবস্থায় আল্লাহর ওপরে তায়াক্কুল করতে হবে। প্রত্যেক পাড়া-মহল্লায় সকলের কাছে দাওয়াত পৌঁছাতে হবে। ভবিষ্যৎ প্রজন্মকে ইসলামের সুমহান আদর্শের আলোকে গড়ে তুলতে হবে। পরিবার, রাষ্ট্র, সমাজ সবক্ষেত্রে নৈতিকতাসম্পন্ন মানুষ তৈরি করতে হবে। এজন্য আধিপত্যবাদের বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবিলা করে ইসলামী সমাজ বিনির্মাণে দায়িত্বশীলদের আল্লাহর ওপর তায়াক্কুল করে আরও বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে।
চকবাজার থানা জামায়াতের দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ারের সভাপতিত্বে ও সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরীর সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নগর জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস। উপস্থিত ছিলেন থানা এসিস্ট্যান্ট সেক্রেটারি শহিদুল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য মোহাম্মদ ইলিয়াছ ও আব্দুর রাকিব, ১৬ নম্বর প্রশাসনিক ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি এরশাদুল ইসলাম, ১৫ নম্বর বাগমনিরাম ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি হায়াত উল্লাহ, থানা কর্মপরিষদ সদস্য খালেদ জামাল, বাগমনিরাম ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মুহাম্মদ আব্দুর রহমান ও মুহাম্মদ কামাল, মুহাম্মদ ইয়াছিন, চকবাজার ওয়ার্ড কর্মপরিষদ সদস্য মোহাম্মদ শাহাদাত হোসেন, মো. ইসমাঈল প্রমুখ।
পতেঙ্গা থানা শ্রমিক কল্যাণের সীরাতুন্নবী সা. মাহফিল
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন, চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী বলেন, আমাদের দেশকে আল্লাহ তায়ালা বহু সম্ভাবনা ও নিয়ামত দ্বারা সাজিয়েছেন। দিয়েছেন কর্মক্ষম বিশাল জনশক্তি। দিয়েছেন বিপুল পরিমাণ সৎ ও কর্মচঞ্চল শ্রমিকজনতা। তরুণদের দিয়েছেন স্বাধীনচেতা মনোভাব ও উদ্যম। কিন্তু আমরা সেই সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে পারছি না। মানুষ অধিকারবঞ্চিত থেকে যাচ্ছে। এ অবস্থা থেকে উত্তরণ ঘটাতে রাসূলুল্লাহ সা.-এর আদর্শ অনুসরণের বিকল্প নেই। সমাজে ও রাষ্ট্রে ইনসাফ প্রতিষ্ঠা করতে হলে আল কুরআন ও আল হাদিসের আলো সবখানে ছড়িয়ে দিতে হবে। রাসূলুল্লাহ সা.-এর আদর্শ অনুসরণ ও বাস্তবায়ন করতে হবে। রাসূলুল্লাহ সা.-এর আদর্শ অনুসরণের মধ্যেই শ্রমিক-মালিকসহ সকল শ্রেণিপেশার মানুষের মুক্তি ও শান্তি নিহিত।
সম্প্রতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পতেঙ্গা থানার উদ্যোগে আয়োজিত পবিত্র সীরাতুন্নবী সা. মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে শাহজাহান চৌধুরী উপর্যুক্ত কথা বলেন। মাহফিলে প্রধান আলোচক হিসেবে তাকরীর পেশ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগের অধ্যাপক হযরত মাওলানা ড. মুহাম্মদ নিজাম উদ্দিন। মাহফিলে বিশেষ মেহমান হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান এবং মহানগরী সহ-সভাপতি মো. নাজির হোসেন। সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন, পতেঙ্গা থানার উপদেষ্টা, প্রবীণ শ্রমিকনেতা মো. সাইদুর রহমান।
ফেডারেশনের পতেঙ্গা থানা সাধারণ সম্পাদক মুহাম্মদ আরিফুর রহমানের সঞ্চালনায় মাহফিলে আলোচনা পেশ করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও টিভি আলোচক ডা. মুহাম্মদ হুমায়ুন কবির, পতেঙ্গা ইসলামিয়া ফাজিল মাদরাসার সাবেক শিক্ষক অধ্যাপক মাহমুদুল হাসান, আগ্রাবাদ বহুতলা আবাসিক কলোনী জামে মসজিদের খতিব মাওলানা মোহাম্মদ খোরশেদ আলম এবং হাফেজ মাওলানা মো. ইদ্রিস প্রমুখ।
পূর্ব মাদারবাড়ী ওয়ার্ড জামায়াতের কর্মী শিক্ষাশিবির
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর বিশিষ্ট পরিবেশবিদ মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, যেখানে যত বেশি বিপর্যয় এসেছে, সেখানে দীনের দাওয়াত আরো ব্যাপকতর হয়েছে। ফলে কোনো ষড়যন্ত্র ও রাজনৈতিক বাধা দেখে ভয় পাওয়া বা হতাশ হওয়া অথবা কাজ কমিয়ে দেয়া ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য উচিত নয়। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের দুর্বল অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। কোনো ভয়ভীতির তোয়াক্কা না করে সংগঠনের কাজকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। আল্লাহর দীনকে বিজয়ী করতে ইসলামী আন্দোলনের কর্মীদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। আমাদের দাওয়াত হচ্ছে মহান আল্লাহ রাব্বুল আলামিনকে এক রব এবং রাসূলকে (সা.) আমাদের নেতা মানার দাওয়াত। কুরআন ও সুন্নাহর আলোকে বাংলাদেশে একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার মহান স্বপ্ন নিয়ে জামায়াত কাজ করছে। ইনশাআল্লাহ আমরা এ কাজে একদিন সফল হব।
সম্প্রতি সদরঘাট থানা জামায়াতের ৩০ নম্বর পূর্ব মাদাবাড়ী ওয়ার্ডের উদ্যোগে বাছাইকরা কর্মীদের শিক্ষাশিবিরে প্রদান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের শুরুতে দরস পেশ করেন ২৯ নম্বর ওয়ার্ড জামায়াতের বায়তুল মাল সেক্রেটারি মুহাম্মদ আহসান।
ওয়ার্ড আমীর হারুন অর রশিদ দিদারের সভাপতিত্বে ওয়ার্ড সেক্রেটারি কাউসার নেওয়াজ রাজীর পরিচালনায় শিক্ষাশিবিরে বিশেষ অতিথি ছিলেন সদরঘাট থানার আমীর মুহাম্মদ আবদুল গফুর। উপস্থিত ছিলেন ৩০ নম্বর ওয়ার্ডের এসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ আতিক উল্লাহ, কাউন্সিলর প্রার্থী ও বিশিষ্ট সমাজসেবক মুহাম্মদ আবুল মনসুর প্রমুখ।
শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর ওরিয়েন্টেশন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম মহানগরীর বার্ষিক পরিকল্পনা-২৫ ওরিয়েন্টেশন নগরীর বিআইএ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমানের সভাপতিত্বে এবং নগর সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরীর সঞ্চালনায় ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর উপদেষ্টা ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ নূরুল আমীন। প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নূরুল আমীন বলেন, স্বাধীনতার পর থেকে দীর্ঘ ৫৫ বছরে বার বার শাসকের পরিবর্তন হয়েছে। ক্ষমতার পালাবদল হয়েছে। কিন্তু দেশের মানুষের ভাগ্য পরিবর্তন হয়নি। সার্বিকভাবে ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠা হয়নি। শ্রমিক-মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠিত হয়নি। চব্বিশের গণঅভ্যুত্থান বাংলাদেশের সামনে একটি অপার সম্ভাবনা তৈরি করেছে। এ সম্ভাবনাকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। বাংলাদেশকে ন্যায়-ইসাফভিত্তিক ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। আর এ রাষ্ট্র পরিগঠনে শ্রমিকদের উল্লেখযোগ্য অংশগ্রহণ থাকতে হবে। ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের মহানগরী উপদেষ্টা এফ এম ইউনুস। এছাড়া বক্তব্য রাখেন মহানগরী সহ-সভাপতি মকবুল আহমদ ভূঁইয়া, সহ-সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শিহাবউল্লাহ ও অধ্যক্ষ এম আসাদ, সাংগঠনিক সম্পাদক হামিদুল ইসলাম, অর্থ সম্পাদক মোহাম্মদ নূরুন্নবী, অফিস সম্পাদক শ ম শামীম, প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম, ট্রেড ইউনিয়ন সম্পাদক জাহাঙ্গীর আলম ও প্রচার সম্পাদক মুহাম্মদ আবু সুফিয়ান।
অভয়নগরে পৌর যুব জামায়াতের মোটরসাইকেল শোভাযাত্রা
অভয়নগর (যশোর) সংবাদদাতা: গত ২৭ ডিসেম্বর শুক্রবার যশোরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে নওয়াপাড়া পৌর যুব জামায়াতের উদ্যোগে মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪ ডিসেম্বর বিকালে অভয়নগর উপজেলার নওয়াপাড়া বাজারের সরকারি হাইস্কুল গেট থেকে শুরু করে ৫ শতাধিক মোটরসাইকেল উপজেলার রাজঘাট ঘুরে বাইপাস সড়ক হয়ে চেঙ্গুটিয়া বাজার পর্যন্ত যায়। সেখান থেকে শোভাযাত্রা সহকারে পুনরায় সরকারী হাইস্কুল গেট এলাকায় এসে শেষ হয়। মোটরসাইকেল শোভাযাত্রায় উপস্থিত ছিলেন নওয়াপাড়া পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হুসাইন, অভয়নগর উপজেলা জামায়াতের সেক্রটারি অধ্যাপক মহিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান মাওলানা জহিরুল ইসলাম, জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আশিকুজ্জামান, থানা যুব জামায়াতের সভাপতি মাসুদ রানা, পৌর যুব জামায়াতের সভাপতি মাসুম বিল্লাহ, উপজেলা যুব জামায়াতের সেক্রেটারি আরিফুল ইসলাম, থানা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. ইউনুস আকুঞ্জি প্রমুখ।
আলকরণ জামায়াতের শীতবস্ত্র বিতরণ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, জামায়াতে ইসলামী এমন এক সমাজ প্রতিষ্ঠা করতে চায়, যা হবে বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ। যে সমাজে কেউ না খেয়ে থাকবে, আর কেউ অবৈধভাবে সম্পদ গড়ে বিদেশে পাচারের মাধ্যমে অর্থবিত্তের পাহাড় জমাবে এমনটা হবে না। জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে বৈষম্যহীন ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করবে। সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার আলকরণ ওয়ার্ডের স্থানীয়দের মধ্যে শীতবস্ত্র উপহার প্রদানকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৩১ নম্বর আলকরণ ওয়ার্ড আমীর মাওলানা আজগর হোসেনের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরীর শূরা ও কর্মপরিষদ সদস্য এবং কোতোয়ালি থানা আমীর বিশিষ্ট রাজনীতিবিদ মুহাম্মদ আমির হোসেন। উপস্থিত ছিলেন কোতোয়ালি থানার এসিস্ট্যান্ট সেক্রেটারি সাবেক ছাত্রনেতা আ ন ম জোবায়ের, ৩১ নম্বর আলকরণ ওয়ার্ডের বিশিষ্ট সমাজসেবক ও বীর মুক্তিযোদ্ধা মুহাম্মদ আলী, ওয়ার্ডের নায়েবে আমীর বিশিষ্ট ব্যবসায়ী জামাল হোসেন, মোহাম্মদ মঈন উদ্দিন, মোহাম্মদ সরোয়ার কামাল, মোহাম্মদ জাহেরুল ঈমান, মোহাম্মদ সেলিম উদ্দিন, মোহাম্মদ রাসেল, মোহাম্মদ আব্দুস শাকুর, মোহাম্মদ শওকত আজিজ প্রমুখ।
সিলেট অঞ্চল জামায়াতের সাথে আনজুমানের মতবিনিময়
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও সিলেট অঞ্চল পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, দীর্ঘ এক যুগেরও বেশি সময় পর আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদী (র.)-এর স্মৃতিবিজড়িত সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজন করতে যাচ্ছে ৩ দিনব্যাপী ৩৬তম তাফসিরুল কুরআন মাহফিল। উক্ত তাফসিরুল কুরআন মাহফিল আগামী ৯, ১০ ও ১১ জানুয়ারি ২০২৫ অনুষ্ঠিত হবে। কুরআনভিত্তিক কল্যাণময় সমাজ গঠনের পথকে প্রশ্বস্ত করতে অতীতের মতো এবারো আনজুমানের তাফসির মাহফিল সফলে ধর্মপ্রাণ সিলেটবাসীকে এগিয়ে আসতে হবে।
তিনি গত ২৩ ডিসেম্বর রাতে সিলেট অঞ্চল জামায়াতের সাথে আনজুমানের তাফসির মাহফিল বাস্তবায়ন কমিটির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন আনজুমানের সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুন, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি ব্যক্তিত্ব ব্যারিস্টার এম এ মালিক, আনজুমানের সেক্রেটারি হাফিজ মিফতাহ উদ্দীন, বিশিষ্ট আলেমেদীন মাওলানা আব্দুস সালাম মাদানী, সিলেট জেলা জামায়াতের সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর জামায়াতের সেক্রেটারি মো. শাহজাহান আলী, আনজুমানের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক জাহেদুর রহমান চৌধুরী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা মাসুক আহমদ, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা ইসলাম উদ্দিন, আনজুমানের নির্বাহী পরিষদ সদস্য মাওলানা আব্দুল মুকিত, মুফতী আলী হায়দার, ড. মাওলানা এ এইচ এম সোলায়মান, মাওলানা শামসুদ্দিন, মো. নজরুল ইসলাম, সাবেক কাউন্সিলার সোহেল আহমদ রিপন, ব্যবসায়ী মো. নুরুল আলম প্রমুখ।
মোংলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিশাল কর্মী সম্মেলন
মো. আবু বকর সিদ্দিক, মোংলা : বাংলাদেশ জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখার উদ্যোগে স্থানীয় শ্রমিক সংঘ চত্বরে বিশাল কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ২৭ ডিসেম্বর শুক্রবার বিকাল ৩টায় অনুষ্ঠিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ এ সময় বিশেষ অতিথি ছিলেন। জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বাগেরহাট জেলা শাখার সাবেক আমীর অধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, বাগেরহাট জেলা জামায়াতের আমীর মাওলানা মো. রেজাউল করিম, কেন্দ্রীয় মজলিসে সূরা সদস্য, বাগেরহাট জেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ ও সেক্রেটারি শেখ মোহাম্মদ ইউনুস এবং জেলা সহকারী সেক্রেটারি মো. ইকবাল হোসাইন। এ সময় জামায়াতে ইসলামী মোংলা পৌর শাখার সভাপতি এম এ বারীর সভাপতিত্বে কর্মী সম্মেলনে বক্তব্য রাখেন মোংলা উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবু হানিফ, নায়েবে আমীর অধ্যাপক মাওলানা কোহিনুর সরদার, পৌর নায়েবে আমীর মাওলানা মো. মনিরুজ্জামান, পৌর সেক্রেটারি সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট মোহম্মদ হোসেন, সহকারী সেক্রেটারি মো. আবিদ হাসান প্রমুখ।
মুন্সীগঞ্জ জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ
মুন্সীগঞ্জ থেকে মমিন বিশ্বাস : বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ সদর উপজেলার বাংলাবাজার ইউনিয়নের উদ্যোগে গত শুক্রবার (২৭ ডিসেম্বর) সকল ১০টায় বাংলাবাজার কাকন মার্কেট এলাকায় এ শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলার নায়েবে আমীর মাওলানা মুহাম্মদ নুরুল হক পাটোয়ারী। বাংলাবাজার ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুন্সীগঞ্জ সদর উপজেলা আমীর নুরুল আমিন সিকদার সেক্রেটারি মো. মজনু দেওয়ান, মুন্সীগঞ্জ আদর্শ মাদরাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ মাহবুবর রহমান, আধার ইউনিয়ন আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল, বাংলাবাজার ইউনিয়ন সহ-সভাপতি মো. তানজিল মোল্লা, মুন্সীগঞ্জ সদর উপজেলা কর্মপরিষদ সদস্য ডা. মনির হোসেন, জামায়াত নেতা আব্দুস সালাম ও মাওলানা মুফতি আব্দুল বাসেদ, বিশিষ্ট ব্যাংকার আনোয়ার হোসেন শীতবস্ত্র বিতরণের সার্বিক সহযোগিতায় ছিলেন মো. কবির মাঝি, আবু সাঈদ মাঝি, মো. আব্দুল মোতালেব, মো. সাঈদুর রহমান, খোকন, মো. মিজানুর রহমান মোল্লা, মাওলানা আবু তাহের, মোহাম্মদ আলী, মো. আরব আলী, মো. রূপচাঁন, মো. সিরাজুল ইসলাম, আব্দুল্লাহ মুহাম্মদ তাহের প্রমুখ। মাওলানা মোহাম্মদ নুরুল হক পাটোয়ারী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় মানুষের সুখ-দুঃখে পাশে ছিলেন এবং সবসময় আপনাদের পাশে থাকবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী যদি সরকার গঠন করে, তাহলে মাত্র কয়েক বছর পরে দেশে কোনো দরিদ্র মানুষ থাকবে না, ইনশআল্লাহ।
পাবনা পৌর জামায়াতের শীতবস্ত্র বিতরণ
পাবনা সংবাদদাতা: পাবনা পৌর জামায়াতের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেছেন জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল ইকবাল হোসাইন। গত শনিবার (২৮ ডিসেম্বর) পাবনা পৌর জামায়াতের উদ্যোগে পাবনা পৌরসভার তিনটি পয়েন্টে কম্বল বিতরণ করা হয়। পাবনা পৌরসভার ৪নং ওয়ার্ডের ইমাম গাজ্জালী স্কুল এন্ড কলেজ মাঠে সকালে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা জামায়াতের নায়েবে আমীর প্রিন্সিপাল ইকবাল হোসাইন। পাবনা পৌরসভার সেক্রেটারি জাকির হোসেনের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাবনা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন পাবনা পৌর জামায়াতের সাবেক আমীর অধ্যাপক রাকিব উদ্দিন, পৌর জামায়াতের বাইতুল মাল সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দিন, ৪নং ওয়ার্ডের সভাপতি বাহার উদ্দিন, সেক্রেটারি জামাল হোসেন প্রমুখ। আটুয়া কলাবাগান মাঠপাড়ায় কম্বল বিতরণ করেন পাবনা পৌর জামায়াতের আমীর মাওলানা আব্দুল লতিফ। এ সময় উপস্থিত ছিলেন পাবনা পৌর জামায়াতের সাবেক আমীর অধ্যাপক রাকিব উদ্দিন, সেক্রেটারি অধ্যাপক জাকির হোসেন, বাইয়ুলমাল সেক্রেটারি মাওলানা শিহাব উদ্দিন, প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি ইঞ্জিনিয়ার ফরিদুল হাসান প্রমুখ।
জামালপুর জেলা জামায়াতের সম্মেলন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ছাত্র-জনতার জুলাই-আগস্ট আন্দোলনে দুই হাজার জীবনের শাহাদাত, ত্রিশ সহস্রাধিক আহত ও পঙ্গুত্বের মাধ্যমে পাওয়া নতুন বাংলাদেশে ২০২৫ সাল একটি টার্নিং পয়েন্ট; জামায়াতের জন্যেও বছরটি টার্নিং পয়েন্ট। তিনি আরও বলেন, দেশের সর্বত্র ফ্যাসিবাদের দোসররা এখনো জেঁকে বসে আছে। এদের ব্যাপারে জাতিকে ঐক্যবদ্ধ হতে হবে। সবাইকে সতর্ক থাকতে হবে যাতে ফ্যাসিবাদের দোসররা মাথা চারা দিয়ে উঠতে না পারে। তিনি বলেন, সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের সময় লাগবে। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে নির্বাচন দিতে হবে। এজন্য এ সরকারকে সময় দিতে হবে, তবে তা খুব দীর্ঘ হওয়া উচিত নয়।
গত ২৯ ডিসেম্বর রোববার জামালপুর জেলা জামায়াত আয়োজিত ইসলামপুর উপজেলা আমীর রাশেদুজ্জামানের সভাপতিত্বে ও উপজেলা সেক্রেটারি আবু মুছার সঞ্চালনায় অনুষ্ঠিত উপজেলা ইউনিট দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ড. মো. ছামিউল হক ফারুকী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও জামালপুর জেলা জামায়াতের সাবেক আমীর এডভোকেট মুহাম্মদ নাজমুল হক সাঈদী ও জেলা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ আবদুস সাত্তার। আরও বক্তব্য রাখেন জেলা নায়েবে আমীর অধ্যাপক খলিলুর রহমান, জেলা সেক্রেটারি এডভোকেট আবদুল আওয়ালসহ স্থানীয় জামায়াত ও শিবির নেতৃবৃন্দ।
অধ্যাপক গোলাম পরওয়ার বলেন, পতিত সরকার কর্তৃত্ববাদী, ফ্যাসিবাদী ও স্বৈরশাসক ছিল। তারা জনগণের ভোটাধিকার, বাকস্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার, সাংবিধানিক অধিকার, মিডিয়ার স্বাধীনতা এবং মৌলিক মানবাধিকারসহ সব অধিকার কেড়ে নিয়েছে। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, শিক্ষাজীবন, ধর্মীয় মূল্যবোধসহ সবকিছু তছনছ করে দিয়েছে। তারা ২০১৪ সালে ভোটারবিহনি, ১৮ সালে নিশি রাতে এবং ২৪ সালে ডামি নির্বাচন করে জনগণের সাথে তামাশা করেছে। বাংলাদেশের মানুষ আর এরকম নির্বাচন হতে দিবে না। পতিত সরকার তথাকথিত যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বানিয়ে আমাদের নিরপরাধ পাঁচ শীর্ষনেতাকে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে হত্যা করেছে। হাজার হাজার নেতাকর্মীকে গ্রেফতার করেছে। চিরদিনের জন্য পঙ্গু বানিয়েছে শত শত নেতাকর্মীকে।
শেখ হাসিনার হিংসাত্মক রাজনীতির প্রেক্ষিতে ২০০৬ সালের ২৮ অক্টোবর লগি-বৈঠার তাণ্ডবতা, মানুষ হত্যা করে লাশের ওপর নর্দন-কুর্দনের মাধ্যমে বাংলাদেশ পথ হারিয়েছিল। পরবর্তীতে ষড়যন্ত্র ও যোগসাজশের নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল ও কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী শাসনের পর ছাত্র-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের মাধ্যমে দেশ পথ খুঁঁজে পেয়েছে। কিন্তু লক্ষ্য এখনো অনেক দূরে। হাজারো ছাত্র-জনতার রক্ত, লাখো মানুষের জেল, জুলুম ও ফ্যাসিবাদী কর্তৃত্ববাদী শাসনের পর দেশ গড়ার জন্যে প্রয়োজন জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য গড়ার পদক্ষেপ হিসেবে জামায়াতের মাঠপর্যায়ের দায়িত্বশীল ও ইউনিট নেতৃবৃন্দকে গ্রামে গ্রামে সাংগঠনিক নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। সামাজিক কাজের মাধ্যমে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়তে তিনি জামায়াত কর্মীদের প্রতি আহ্বান জানান।
ছামিউল হক ফারুকী বলেন, জামায়াত একটি নৈতিক সংগঠন। জামায়াতের সর্বস্তরের কর্মীদের উন্নত নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। তিনি ইসলামের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আহ্বান জানান।
তিনি বিকাল ৩টায় জামালপুর জেলা ও উপজেলা দায়িত্বশীলদের সাথে বৈঠক করেন এবং সন্ধ্যা ৬টায় জামালপুর শহর শাখার রুকন সম্মেলনে অংশগ্রহণ করেন।