শরীফ আবদুল গোফরান-এর গান
শবেকদর আল্লাহ তুমি দিও প্রতিদিন
২৭ ডিসেম্বর ২০২৪ ১২:০০
শবে কদর আল্লাহ তুমি
দিও প্রতি দিন
তোমার দয়া দাও ভরিয়ে
আকাশ ও জমিন।
আকাশজুড়ে রঙের খেলা
নামবে যখন সাঁঝ
সোনা রঙে বাঁকা চাঁদের
জাগবে কারুকাজ
আঁধারে ও আলোর ঝিলিক
হবে না বিলীন॥
জান্নাতের ওই বাগান ভরা
লাল গোলাপের হাসি
তারই মাঝে বিলায় কুসুম
গন্ধ রাশি রাশি
সেই খুশবুটা নিবে কে আর
জান্নাতি বিহীন॥
হাজার লক্ষ তারার মাঝে
রূপালি ওই চাঁদ
আসবে ফিরে ঘরে ঘরে
জান্নাতি সওগাত
জীবন নদীর ভাঁজে ভাঁজে
বাজবে সুখের বীন॥
তোমার দয়া দাও ভরিয়ে
আকাশ ও জমিন।