বস্তিওয়ালারা জাগো
২৭ ডিসেম্বর ২০২৪ ১২:০০
আকাশে উড়ছে শত শকুন গৃধুনি চিল
শহর গ্রামে হায়েনারা করছে কিলবিল।
নদী বিল ঝিলে হিংস্র হাঙর কুমির
সবাই ছুটে এসেছে জুটে বসে করছে ভিড়।
আকাশ-বাতাসে শয়তান মেলে ফের ডানা
ভেতরে বাইরে চালাচ্ছে চোরাগুপ্তা হানা।
কলকারখানা জলে ছড়াচ্ছে বিষ মুঠি মুঠি
তুলে ফেলতে চাচ্ছে সীমানার সব খুঁটি।
দিকে দিকে দেখছি একী কীসের আলামত
অন্ধকারে ঢেকে যাচ্ছে সব আলোকিত পথ।
আবার বুঝি নেমে আসছে সেই অন্ধকার
বস্তিওয়ালা জাগো, ঘুমিয়ে থেকো না আর।
শহীদের রক্তে রাজপথ আজো লালে লাল
আজো হাসেনি সে কাক্সিক্ষত সোনালি সকাল।
আজো জনতার গতরের শুকায়নি সে ঘাম
আজো শেষ হয়নি রক্ত দেয়ার সংগ্রাম।
আজো সে গন্তব্যে পৌঁছা হয়নি আমাদের
চারদিকে হায়েনারা হানা দিয়ে যাচ্ছে ফের।
বিতাড়িত শয়তান হয়েছে নাগিনী ভূত
দূরে বসে ওছা ওছা দিয়ে খেলছে কুতকুত।
আড়ালে লুকিয়ে থেকে ঠোঁটে দিয়ে যাচ্ছে শিস
পয়মালেরা সারা দেশে ছড়িয়ে দিচ্ছে বিষ।
আবার বুঝি নেমে আসছে ঘোর অন্ধকার
বস্তিওয়ালারা জাগো, ঘুমিয়ে থেকো না আর।