আশরাফ জামান-এর কবিতা

স্বাধীনতা দাও স্বাধীনতা


২৭ ডিসেম্বর ২০২৪ ১২:০০

স্বাধীনতা দাও স্বাধীনতা!
জীবন ও জীবিকার সুখ ও সমৃদ্ধির স্বাধীনতা!
আমার শ্যামল সবুজ বাংলার স্বাধীনতা
প্রতি মানুষের মুখে হাসি ফোটাবার স্বাধীনতা!
বার বার পতাকার পালাবদল নয়
মানুষের অধিকার আদায়ের স্বাধীনতা দাও
যেখানে মানুষ ক্ষুধার খাদ্য পাবে
পাবে রোগে চিকিৎসা, পরনের দু’টুকরো পরিধান।
একদিকে সম্পদের বৈভবে মত্ত হয়ে রক্তচোষা
মানুষ হয় পশুর চেয়েও হীন নরপিশাচ
অন্যদিকে সব অধিকার বঞ্চিত মানবসন্তান
নিগ্রহের জাঁতাকলে পিষ্ট হয়ে পশুর মতো বাঁচে।
স্বাধীনতা দাও স্বাধীনতা।
আঠারো কোটি মানুষের মুক্তির স্বাধীনতা
কাশ্মীর, ফিলিস্তিন, আফগান, ইরাকের মুক্তিকামী মানুষের বুকে
বুক রেখে সাম্রাজ্যলোভী শত্রুর সাথে লড়বার স্বাধীনতা।
সারা জাহানে ঈগলের মতো উন্মুক্ত শিরে
বাঁচবার স্বাধীনতা
মানুষে মানুষে শত্রু নয়, বন্ধু হয়ে ভালোবাসার স্বাধীনতা।