মুহাম্মদ রেজাউল করিম-এর কবিতা

মৃত্যুর ফাঁদ


২৭ ডিসেম্বর ২০২৪ ১২:০০

চারপাশে মৃত্যুর ফাঁদ
ওই ফাঁদে পা বাড়িও না
হোঁচট খাবে
কষ্টের পরিধি বাড়বে
বিনষ্ট হবে সুখ।
তবে মৃত্যুর ফাঁদকে উপেক্ষা করো
আর পথ চলো নির্ভীক
খুঁজে পাবে সুখ
খুঁজে পাবে শান্তি।
পেছনের পথে তাকিও না আর
ওই পথে কষ্ট অনেক
নিভে যায় সুখের আলো
তবে তার পথে পা বাড়াও
পাবে সুখ
পাবে শান্তি।