নূরুন্নাহার নীরু-এর কবিতা

মুখরিত স্বর


২৭ ডিসেম্বর ২০২৪ ১২:০০

ক্রমিক সংখ্যার একটি নম্বর
১৬ ডিসেম্বর ১৬ ডিসেম্বর,
একটি বর্ষের মুখরি স্বর
১৬ ডিসেম্বর ১৬ ডিসেম্বর।

আমার প্রাণে হৃদয় অঙ্গে,
বিশ্বম্যাপে জাতিসংঘে,
বঙ্গ জাতির রূপ-কলেবর
১৬ ডিসেম্বর ১৬ ডিসেম্বর।

ভালোবাসার বিজয় দিবস
রইবো না কেউ মূক ও বিবশ।
দূর হয়ে যাক অনল অম্বর,
ছড়িয়ে ময়ূখ ১৬ ডিসেম্বর।

উড়বে কেতন সবুজ লালে,
অম্লান রবে মহাকালে।
আসলো বিজয় থাকবে অমর,
১৬ ডিসেম্বর, ১৬ ডিসেম্বর।