মুহাম্মদ ইসমাঈল-এর কবিতা

দ্বিতীয় স্বাধীনতার পর


২৭ ডিসেম্বর ২০২৪ ১২:০০

দ্বিতীয় স্বাধীনতার পর
এই প্রথম গ্রামের বাড়িতে আসলাম
গ্রামের মেঠো পথে হাঁটলাম
বৃদ্ধ, আবাল, বনিতার হাসিমুখ
আমাকে আন্দোলিত করে
আমি বুকের চাতাল খুলিয়ে
আলিঙ্গন করলাম
স্বস্তির নিঃশ্বাস ফেললাম
আর ভাবলাম এটাই স্বাধীনতা।
স্বাধীনতা যদি হাসিমুখে কথা বলা না যায়
স্বাধীনতা যদি মনের না বলা কথা বলা যায়
স্বাধীনতা যদি যেখানে খুশি সেখানে না যাওয়া যায়
তাহলে কিসের স্বাধীনতা?