চৌগাছা উপজেলা জামায়াতের স্বাগত মিছিল ও সমাবেশ


২৭ ডিসেম্বর ২০২৪ ১২:০০

জাহাঙ্গীর আলম, চৌগাছা (যশোর) : কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমীরে জামায়াতের যশোর ঈদগাহ ময়দানে আগমন উপলক্ষে চৌগাছা উপজেলা জামায়াতের স্বাগত মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত ২৩ ডিসেম্বর সোমবার বিকেল ৪টায় চৌগাছা উপজেলা কামিল মাদরাসা মাঠ থেকে অনুষ্ঠানটি শুরু হয়। ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’ আমীরে জামায়াতের আগমন, শুভেচ্ছার স্বাগতম। ২৭ তারিখের সম্মেলন যোগদিন, সফল করুন। ‘সন্ত্রাসীদের আস্তানা, এ বাংলায় হবে না’ ‘আল কুরআনের আলো, ঘরে ঘরে জ্বালো’ ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী, জিন্দাবাদ জিন্দাবাদ’Ñ এ ধরনের স্লোগানে মুখরিত হয় উপজেলা শহর। উপজেলার কামিল মাদরাসার মাঠ থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অবশেষে শহীদ আবু সাঈদ চত্বরে (মূর্তির মোড়) ঘুরে এসে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোর্শেদ, সেক্রেটারি সহকারী অধ্যাপক মাওলানা নুরুজ্জামান, পৌর আমীর মাওলানা আব্দুল খালেক, সেক্রেটারি মো. জিল্লুর রহমান, প্রভাষক জাহাঙ্গীর আলম প্রমুখ।