মাওলানা ইব্রাহীম খলিলের ইন্তেকাল
২৭ ডিসেম্বর ২০২৪ ১২:০০
পীরগঞ্জ (রংপুর) সংবাদদাতা: রংপুরের পীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর রুকন, উপজেলার ৩নং বড়দরগাহ ইউনিয়ন জামায়াতের সভাপতি ও জেলা মজলিসুল মুফাসসিরিনের অর্থ সম্পাদক মাওলানা ইব্রাহীম খলিল বিল্পবী গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১২টায় নিজ বাস ভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মরহুম মাওলানা ইব্রাহীম খলিল বিল্পবীর জানাযার নামায গত ১৮ ডিসেম্বর বুধবার বাদ জোহর স্থানীয় মাঠে সম্পন্ন হয়। এসময় জানাযাপূর্ব সমাবেশে বক্তব্য রাখেন মজলিসুল মুফাসসিরিনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মাওলানা নুরুল আমীন, জেলা সভাপতি মাওলানা আনারুল ইসলাম, জেলা সেক্রেটারি মাওলানা মাহবুব আলম হাবিবী, পীরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মাওলানা মিজানুর রহমান, সাবেক উপজেলা আমীর অধ্যাপক এ কে এম ইদ্রীস আলী। পরে তার লাশ স্থানীয় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।