বরিশালে মোটিভেশনাল স্পিকার ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহ

সংস্কৃতি হলো মানুষের বিশ্বাসের প্রতিফলন


১৯ ডিসেম্বর ২০২৪ ১৫:১৪

আযাদ আলাউদ্দীন, বরিশাল : দেশীয় সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় সভাপতি ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহ বলেছেন, সংস্কৃতি হলো মানুষের বিশ্বাসের প্রতিফলন। তাই বিশ্বাস বা ইমানিয়াতের ওপর ভিত্তি করেই আমাদের সংস্কৃতি চর্চা করতে হবে।
বরিশাল জেলার সূচনা সাংস্কৃতিক সংসদের আয়োজনে সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গত ১৭ ডিসেম্বর মঙ্গলবার বেলা ২টায় বরিশাল শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সূচনা সাংস্কৃতিক সংসদের সভাপতি মুহাম্মদ সাইফুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সূচনা সাংস্কৃতিক সংসদের প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. আবদুল জব্বার, দৈনিক বরিশাল বার্তার সম্পাদক ও সাবেক চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন, দেশীয় সাংস্কৃতিক সংসদের বরিশাল অঞ্চল পরিচালক সাংবাদিক আযাদ আলাউদ্দীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সূচনা সাংস্কৃতিক সংসদের পরিচালক মু. সাইফুল ইসলাম সাইফী।
অনুষ্ঠানে বরিশাল জেলার ১০টি উপজেলার বিভিন্ন ইউনিয়ন পর্যায় থেকে অংশগ্রহণ করা শত শত প্রতিযোগীর মধ্য থেকে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী ৪৮ জন শ্রেষ্ঠ প্রতিযোগীকে ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়।
এর আগে সকাল ১১টায় ড. আ. জ. ম. ওবায়েদুল্লাহ বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সংগঠকদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। বরিশাল সংস্কৃতি কেন্দ্রের সভাপতি প্রফেসর মাহমুদ হোসাইন দুলালের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সংস্কৃতিকেন্দ্রর প্রধান উপদেষ্টা অধ্যক্ষ জহির উদ্দিন মুহাম্মদ বাবর। অনুষ্ঠান পরিচালনা করেন বরিশাল সংস্কৃতি কেন্দ্রের পরিচালক সাংবাদিক আযাদ আলাউদ্দীন।