সংগঠন সংবাদ
১৯ ডিসেম্বর ২০২৪ ১৫:১৩
কর্মী সম্মেলন জামায়াত
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, পতিত স্বৈরাচারদের দীর্ঘ দিনের অন্যায়, অনাচার ও জুলুমের পর ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ তার পথ ফিরে পেয়েছে। দেশের মানুষ এখন শান্তিতে-স্বস্তিতে শ্বাস নিতে পারছে। কিন্তু পতিত স্বৈরাচাররা এখনো থেমে নেই। তারা একের পর এক বিভিন্ন ষড়যন্ত্র করে চলেছে কিন্তু মহান আল্লাহ স্বৈরাচার ও তাদের দোসরদের সকল পরিকল্পনা ব্যর্থ করে দিয়েছেন। বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, মানবিক বাংলাদেশ গঠনে সবার ঐক্যবদ্ধ সহযোগিতা প্রয়োজন। আমরা ছাত্র-জনতার স্বপ্নের সাম্যের বাংলাদেশ গড়তে চাই। দেশবাসী দীর্ঘদিন বহু ত্যাগ স্বীকার করেছেন। আগামীর বাংলাদেশ গঠনে প্রয়োজনে আগের থেকে আরও বেশি ত্যাগ স্বীকার করতে হবে। তিনি সবাইকে সকল বৈষম্য, অন্যায়, অবিচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি গত ১৩ ডিসেম্বর শুক্রবার সকালে সিলেট জেলা জামায়াতের উদ্যোগে আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিলেট জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মো. ফখরুল ইসলাম।
জেলা সেক্রেটারি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. জয়নাল আবেদীন, জেলা সহকারী সেক্রেটারি অধ্যক্ষ নজরুল ইসলাম এবং মাওলানা মাশুক আহমদের যৌথ পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আমীর মাওলানা তোফায়েল আহমদ খান, মৌলভীবাজার জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা জামায়াতের নায়েবে আমীর অধ্যক্ষ আব্দুল হান্নান, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সিলেট জেলা নায়েবে আমীর হাফেজ আনওয়ার হোসাইন খান, হবিগঞ্জ জেলা জামায়াত সেক্রেটারি কাজী মহসিন আহমদ, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য সাবেক উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, জেলা মজলিসে শূরা ও কর্মপরিষদ সদস্য উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহার, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সাইফুল্লাহ আল-হোসাইন, শূরা ও কর্মপরিষদ সদস্য এবং গোলাপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাফিজ নাজমুল ইসলাম, ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও সিলেট মহানগরী সভাপতি শরীফ মাহমুদ, শাবিপ্রবি ছাত্রশিবির সভাপতি তারেক মনোয়ার, ছাত্রশিবির সিলেট জেলা পূর্ব সভাপতি মারুফ আহমদ প্রমুখ।
মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন
বাংলাদেশ জামায়াতে ইসলামী সৎ, ন্যায়পরায়ণ ও নিষ্ঠাবান নেতৃত্বের মাধ্যমে দেশবাসীকে ইনসাফের বাংলাদেশ উপহার দেবে, ইনশাআল্লাহ। দেশগঠনে জামায়াত কর্মীদের ভোগ নয়, ত্যাগের মানসিকতা নিয়ে কাজ করতে হবে।
গত ১৪ ডিসেম্বর শনিবার সকাল ১০টায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলা জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম এসব কথা বলেন। কর্মী সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ডা. আবদুল মবিন, জেলা কর্মপরিষদ সদস্য মীর হোসাইন, জেলা সহকারী সেক্রেটারি মুহাম্মদ জাহাঙ্গীর আলম প্রধান এবং জামায়াত নেতা আবদুল মালেক পাটওয়ারী। কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন মতলব দক্ষিণ উপজেলা আমীর মুহাম্মদ আব্দুর রশীদ পাটওয়ারী ও পরিচালনা করেন মতলব পৌরসভা আমীর মুহাম্মদ জসিম উদ্দিন প্রধান। এছাড়া ও বক্তব্য রাখেন মতলব পৌরসভা যুব বিভাগের সাধারণ সম্পাদক সাংবাদিক এ এম ইদ্রিস খান, পেশাজীবী সংগঠনের সভাপতি রেদোয়ান আহমদ জাকির প্রমুখ।
হাইমচরে কর্মী সম্মেলন
জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেন, ঈমানী শক্তি ও দেশপ্রেমের মাধ্যমে ইসলাম ও দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র রুখে দাঁড়াতে হবে। পতিত স্বৈরাচারের দোসররা দেশবিরোধী নানাবিধ ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রতিবেশী একটি দেশ পতিত স্বৈরাচারকে সহযোগিতা করে দেশের পরিবেশকে অস্থিতিশীল করছে। দেশবিরোধী সকল অপতৎপরতা রুখে দিতে এবং জাতীয় স্বার্থে দেশের সকল দল ও শক্তিকে ঐক্যবদ্ধ থাকার ওপর তিনি গুরুত্বারোপ করেন।
হাইমচর উপজেলা আমীর মাওলানা আবুল হোসাইনের সভাপতিত্বে স্থানীয় দুর্গাপুর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত কর্মী সম্মেলনের প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম এসব কথা বলেন।
উপজেলা সেক্রেটারি জসিম উদ্দিনের পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী, সাবেক জেলা আমীর অধ্যক্ষ মাওলানা আবদুর রহিম পাটওয়ারি, নায়েবে আমীর এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল, জেলা সেক্রেটরি এডভোকেট শাহজাহান মিয়া, চাঁদপুর শহর আমীর এডভোকেট শাহজাহান খান, হাইমচর উপজেলার সাবেক আমীর মাওলানা আবদুল হক, মুহাম্মাদ আযমীর হোসেন তারেক, হাফিজ আহমাদ, সাইফুর রহমান আশরাফী, আবু জাফর প্রমুখ।
পূর্ব ষোলশহর ওয়ার্ড জামায়াতের রুকন সমাবেশ
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহ বলেছেন, জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ত্যাগ ও কুরবানির মধ্য দিয়েই ইসলামকে বিজয়ীর আসনে প্রতিষ্ঠিত করতে হবে। যুগে যুগে যারা ইসলামী আন্দোলন করেছে, তাদের জান ও মালের পরীক্ষা দিতে হয়েছে। আজকে আমরা যারা ইসলামকে বিজয়ী হিসেবে প্রতিষ্ঠিত করতে কাজ করছি, তাদেরও অবশ্যই পরীক্ষা দিতে হবে। এ পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে মহান আল্লাহ তায়ালা আমাদের পরকালে পুরস্কৃত করবেন। সম্প্রতি ৬ নম্বর পূর্ব ষোলশহর প্রশাসনিক ওয়ার্ড জামায়াতের রুকন সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
৬ নম্বর পূর্ব ষোলশহর প্রশাসনিক ওয়ার্ড জামায়াতের আমীর মুজিবুর রহমানের সভাপতিত্বে স্থানীয় এক মিলনায়তনে অনুষ্ঠিত রুকন সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চান্দগাঁও থানা জামায়াতের আমীর মোহাম্মদ ইসমাইল, এসিস্ট্যান্ট সেক্রেটারি এ কে আজাদ চৌধুরী, জামায়াত নেতা লিয়াকত আলীসহ জামায়াতের অন্যান্য নেতৃবৃন্দ।
শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার দ্বি-বার্ষিক সম্মেলন
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় উপদেষ্টা মুহাম্মদ শাহজাহান বলেন, অসংখ্য শহীদদের রক্ত ও অগণিত মানুষের ত্যাগ-কুরবানির বিনিময়ে আজ বাংলাদেশ একটি ঐতিহাসিক সম্ভাবনাময় মুহূর্তে উপনীত হয়েছে। বাংলাদেশে আজ ন্যায়-ইনসাফ প্রতিষ্ঠার এবং শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়েছে। এ সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। আগামীর বাংলাদেশকে ইসলামী মূল্যবোধ, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে হবে। আর সেজন্য শ্রমিক-মালিক সকলকে সাথে নিয়ে জাতীয় ঐক্য গড়ে তোলার বিকল্প নেই। কর্ণফুলী উপজেলার ঐতিহাসিক এ জে চৌধুরী কলেজ মাঠে সম্প্রতি আয়োজিত বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম দক্ষিণ জেলার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপর্যুক্ত কথা বলেন। দ্বি-বার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন ফেডারেশনের চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি মাওলানা নুরুল হোসাইন। সঞ্চালনা করেন সহ-সভাপতি মোহাম্মদ রফিক বশরী, সাধারণ সম্পাদক আরিফুর রশিদ ও সাংগঠনিক সম্পাদক মোক্তার হোসেন শিকদার। সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের চট্টগ্রাম মহানগরীর প্রধান উপদেষ্টা ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি লস্কর মুহাম্মদ তসলিম, কেন্দ্রীয় উপদেষ্টা জাফর সাদেক, চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রধান উপদেষ্টা আনোয়ারুল আলম চৌধুরী, কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ ইছহাক এবং কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম মহানগরী সভাপতি এস এম লুৎফর রহমান, দক্ষিণ জেলার উপদেষ্টা ও সাবেক বাঁশখালী উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যক্ষ বদরুল হক, সাবেক বাঁশখালী উপজেলা চেয়ারম্যান জহিরুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা সভাপতি ইউসুফ বিন আবু বকর, লোহাগাড়া উপজেলার প্রধান উপদেষ্টা আসাদুল্লাহ ইসালামাবাদী ও ছাত্রশিবিরের পশ্চিম জেলা সভাপতি মুহাম্মদ আইয়ুব।
সম্মেলনে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে ২০২৫-২৬ সেশনের জন্য চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি নির্বাচিত হন মাওলানা নুরুল হোসাইন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোক্তার হোসেন সিকদার। সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩৪ সদস্য বিশিষ্ট চট্টগ্রাম দক্ষিণ জেলা কমিটি ঘোষিত হয়।
চকবাজার ওয়ার্ড দক্ষিণের কর্মী সম্মেলন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেছেন, ইসলামের সুমহান আদর্শের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। পাড়া-প্রতিবেশী, সহকর্মী, আত্মীয়-স্বজন কেউই দাওয়াতের বাইরে থাকবে না। যতই বাধা আসুক আমাদের ইকামতে দীনের কাজ চালিয়ে যেতে হবে। মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াতে হবে। জনকল্যাণমূলক কাজে নিজেদের আত্মনিয়োগ করতে হবে। তাহলেই আমাদের দাওয়াত কার্যকর হবে। গত ১৩ ডিসেম্বর শুক্রবার সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর চকবাজার থানার ১৬ নম্বর চকবাজার ওয়ার্ড দক্ষিণের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ওয়ার্ড সভাপতি হাফেজ ফিরোজ সিদ্দিকীর সভাপতিত্বে ও সেক্রেটারি মুহিবুল হাসান সাকিবের সঞ্চালনায় কর্মী সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চকবাজার থানা জামায়াতের আমীর আহমদ খালেদুল আনোয়ার, থানা নায়েবে আমীর আব্দুল হান্নান, সেক্রেটারি সাদুর রশিদ চৌধুরী, ১৬ নম্বর ওয়ার্ড এমারতের আমীর শহিদুল্লাহ, সেক্রেটারি এরশাদুল ইসলাম, থানা কর্মপরিষদ সদস্য মুজাহিদুল ইসলাম ও খালেদ জামাল, জামায়াত নেতা মাওলানা আহমদ হোসাইন প্রমুখ। এতে দারসুল কুরআন পেশ করেন চট্টগ্রাম কলেজ মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা আবু তৈয়ব।
নওয়াপাড়ায় পৌর জামায়াতের অফিস উদ্বোধন
অভয়নগর (যশোর) সংবাদদাতা: যশোরের নওয়াপাড়া পৌরসভার ৪নং ওয়ার্ডে জামায়াতে ইসলামীর অফিস উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার (১৩ ডিসেম্বর) বিকালে পৌরসভার ৪নং ওয়ার্ডের প্রাণকেন্দ্র বেঙ্গলগেট এলাকার লেভেলক্রসিংয়ের পাশে এ অফিস উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও উদ্বোধন ঘোষণা করেন যশোর জেলা জামায়াতের আমীর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক গোলাম রসুল। নওয়াপাড়া পৌর জামায়াতের আমীর মাওলানা আলতাফ হুসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ ও শূরা সদস্য অধ্যক্ষ মাওলানা আ. আজীজ। এছাড়া বক্তব্য রাখেন অভয়নগর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক সরদার শরীফ হুসাইন, যশোরে জেলা যুব জামায়াতের সভাপতি অধ্যাপক মশিউর রহমান, এসিস্ট্যান্ট সেক্রেটারি গোলাম মোস্তফা, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি নূরুল ইসলাম বাবুল, সেক্রেটারি মো. ইউনুস আকুঞ্জি, পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মো. তৌহিদুল ইসলাম, মাওলানা ইব্রাহিম খলিল। উপস্থিত ছিলেন নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান দপ্তরী, নওয়াপাড়া পৌর যুব জামায়াতের সভাপতি মাসুম বিল্লাহ, যশোর জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. আশিকুজ্জামান, প্রকাশনা সম্পাদক সাজিদ হোসেন, জামায়াত নেতা শেখ মো. ফজলুল করিম, মো. সাগর হুসাইন প্রমুখ। এছাড়া উপজেলা ও পৌর জামায়াতের অর্ধসহস্রাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে মহাগ্রন্থ আল-কুরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ মাওলানা আকরাম হোসেন, অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এবিএম রুহিন হোসেন।
কিশোরগঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন
কটিয়াদী (কিশোরগঞ্জ) সংবাদদাতা : বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ জেলা আমীর অধ্যাপক রমজান আলী বলেছেন, অতীতে শ্রমিকদের রাজনৈতিক দলগুলো শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ব্যবহার করেছে। তবে এবার এ ধরনের পরিস্থিতি মেনে নেওয়া হবে না। এ সময় তিনি শ্রমিকদের অধিকারের পক্ষে সবসময় পাশে থাকার প্রতিশ্রুতি দেন।
গত ১৩ ডিসেম্বর শুক্রবার সকালে কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কিশোরগঞ্জ জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, শ্রমিকদের স্বার্থ রক্ষায় আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শ্রমিকদের আর কেউ ব্যবহার করতে পারবে না। আমাদের সংগঠন সবসময় শ্রমিকদের অধিকার ও কল্যাণে কাজ করে যাবে। সম্মেলনের শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি শহর প্রদক্ষিণ করে শিল্পকলায় এসে শেষ হয়। এতে জেলার ১৩টি উপজেলার নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা শাখার সভাপতি খালেদ হাসান জুম্মন। প্রধান অতিথির বক্তব্য দেন জেলা শাখার প্রধান উপদেষ্টা অধ্যাপক মো. রমজান আলী।
শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোবারবক হুসাইন বলেছেন, শ্রমিকদের অধিকার রক্ষায় দেশে ইসলামী শ্রমনীতি চালু করতে হবে। আমাদের দেশের সিংহভাগ মানুষ শ্রমজীবী খেটে-খাওয়া মানুষ। তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশকে সেবা দিয়ে থাকেন। তারা হলেন দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এই শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় আমাদের কাজ করতে হবে। যেখানেই শ্রমিকরা অধিকার বঞ্চিত হবেন, সেখানেই আমাদের ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। তাদের সুখে-দুঃখে সবসময় পাশে থাকতে হবে।
গত শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল ১০টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন যশোর জেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। যশোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল মালেক খানের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এডভোকেট আতিকুর রহমান। সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সংগঠনের কেন্দ্রীয় প্রধান উপদেষ্টা ও জামায়াতে ইসলামীর যশোর জেলা আমীর অধ্যাপক গোলাম রসূল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জামায়াতের যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. আখতারুজ্জামান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের যশোর-কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক অধ্যাপক মশিউর রহমান, ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ইদ্রিস আলী। এছাড়া বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল কাদের, মো. আব্দুর রহিম, দ্বীন ইসলাম, মনিরুল ইসলাম, আকতারুজ্জামান জহুরুল ইসলাম প্রমুখ।
ঠাকুরগাঁওয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের নতুন কমিটি
ঠাকুরগাঁও সংবাদদাতা : ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ১৪ ডিসেম্বর শনিবার সকাল ১১টায় ঠাকুরগাঁও শহরের ইসলাহুল মিল্লাত ট্রাস্ট মিলনায়তনে ঠাকুরগাঁও শহর, ঠাকুরগাঁও সদর থানা ও ভূল্লি থানার এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও শহর শাখার সভাপতি বজলার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের ঠাকুরগাঁও জেলা সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার জামায়াতের আমীর মাওলানা মিজানুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সহসভাপতি বদরুল ইসলাম, সেক্রেটারি সাইফুল ইসলাম।
সম্মেলন শেষে ঠাকুরগাঁও শহর শাখায় বজলার রহমানকে সভাপতি, আব্দুল হালিমকে সাধারণ সম্পাদক, আব্দুল জলিলকে সাংগঠনিক সম্পাদক। ঠাকুরগাঁও সদর থানায় আল-মামুন ইসলামকে সভাপতি, ইব্রাহীম খলিলকে সাধারণ সম্পাদক, ফিরোজুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক এবং ভুল্লি থানায় আলমগীর হোসেনকে সভাপতি, আবু সুফিয়ানকে সাধারণ সম্পাদক ও মোজাহার আলীকে সাংগঠনিক সম্পাদক করে নতুন সেশনের কমিটি ঘোষণা করা হয়।