এক গণকবরেই লক্ষাধিক লাশের সন্ধান!
১৯ ডিসেম্বর ২০২৪ ১৪:৪৫
সিরিয়ার রাজধানী দামেস্ক থেকে ৪০ কিলোমিটার দূরে একটি গণকবরে লক্ষাধিক লাশের সন্ধান পাওয়া গেছে। গত ১৬ ডিসেম্বর সোমবার বার্তা সংস্থার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে যুক্তরাষ্ট্রভিত্তিক সিরিয়ার পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান এমার্জেন্সি টাস্ক ফোর্সের সূত্রে বলা হয়েছে, ওই গণকবরে ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদ নেতৃত্বাধীন সাবেক সরকারের হাতে নিহত লক্ষাধিক মানুষের লাশ রয়েছে। রয়টার্স।