ভারতে মুসলিম নির্যাতন বন্ধে ঢাকায় জাতিসংঘের কার্যালয় ঘেরাও
১৯ ডিসেম্বর ২০২৪ ১৪:৩৮
ভারতের নিপীড়িত মুসলমানদের রক্ষার দাবিতে বাংলাদেশ রাজধানীর মিরপুরে পদযাত্রা কর্মসূচি পালন করেছে বাংলাদেশি বিহারী পুনর্বাসন সংসদ (বিবিআরএ)। ভারতে মুসলিম নির্যাতন বন্ধে বিহারী মুসলিমরা ঢাকার মিরপুর-১০ গোলচত্বর প্রধান সড়ক থেকে শান্তিপূর্ণ পদযাত্রার মাধ্যমে আগারগাঁওস্থ জাতিসংঘ কার্যালয় ঘেরাও করে। পদযাত্রাপূর্ব সমাবেশের শুরুতে প্রধান অতিথি ছিলেন ন্যাশনাল আওয়ামী পার্টি বাংলাদেশের (ন্যাপ বাংলাদেশ) মহাসচিব জননেতা নেয়াজ আহমেদ খান। বিশেষ অতিথি ছিলেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মওলানা মো. ফজলুল করিম কাসেমী। সভাপতিত্ব করেন বিবিআরএ-এর কেন্দ্রীয় সভাপতি মো. কাওসার পারভেজ ভুলু। বক্তব্য দেন বিহারী নেতা মো. জাহিদ, মো. শাহবান, কুতুবউদ্দিন শাহ, রাবেয়া বেগম, মো. মজিব, টিটু ইসলাম, কোরবান আলী, মাহতাব ভাসানী, আসলাম বকশী, সাব্বির, ফয়সাল, আনিছুর রহমান বেচু প্রমুখ। বক্তারা বলেন, প্রায় তিন দশক ধরে ভারতে সংখ্যালঘু মুসলমানদের ওপর সে দেশে উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীগুলো ক্রমাগত হামলা, অত্যাচার ও নিপীড়ন করছে। এর পেছনে রয়েছে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ছায়ার তলে থেকেই প্রতিদিন বিভিন্ন অজুহাতে নিরীহ মুসলমানদের নির্মমভাবে হত্যা করা হচ্ছে। প্রেস বিজ্ঞপ্তি ।