সংগঠন সংবাদ
১৩ ডিসেম্বর ২০২৪ ১৮:৫১
সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীল সমাবেশ
জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, ছাত্র-জনতার রক্তস্নাত জুলাই বিপ্লব ও গণঅভ্যুত্থানকে নস্যাত করতে সুদূরপ্রসারী ষড়যন্ত্র চলছে। পতিত ফ্যাসিস্ট ছাড়া ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল দেশপ্রেমিক জনতা দেশগঠনে আজ ঐক্যবদ্ধ। প্রতিবেশী দেশের কতিপয় মিডিয়া ও উগ্রবাদী সংগঠনের নেতা উসকানি দিয়ে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র করছেন। কিন্তু কোনো ধরনের উসকানিতে জনগণ পা দেবে না। বরং দেশে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরো সুদৃঢ় হবে।
তিনি বলেন, ছাত্র-জনতার রক্তস্নাত আন্দোলনে দেশ ফ্যাসিবাদমুক্ত হয়েছে। এরপরও ফ্যাসিবাদের দোসররা নানাভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টায় লিপ্ত রয়েছে। এ ব্যাপারে জামায়াতের সর্বস্তরের নেতাকর্মীকে সজাগ দৃষ্টি রাখতে হবে। গুরুত্বপূর্ণ সংস্কার শেষে দ্রুততম সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারকে দ্রুত প্রস্তুতি নিতে হবে।
তিনি গত ৪ ডিসেম্বর বুধবার রাতে সিলেট মহানগর জামায়াতের থানা দায়িত্বশীল সমাবেশে সভাপতির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। মহানগর সেক্রেটারি মোহাম্মদ শাহজাহান আলীর পরিচালনায় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতের সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, মহানগর নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন, মহানগর সহকারী সেক্রেটারি এডভোকেট মোহাম্মদ আব্দুর রব, জাহেদুর রহমান চৌধুরী প্রমুখ। সমাবেশে সিলেট মহানগর জামায়াতের কর্মপরিষদ ও শূরা সদস্য এবং থানা আমীর-সেক্রেটারিগণ উপস্থিত ছিলেন।
পাবনা পৌর শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বিবার্ষিক সম্মেলন
সংবাদদাতা: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পাবনা পৌরসভা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত ৪ ডিসেম্বর বুধবার সকালে স্থানীয় একটি মিলনায়তনে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের পাবনা পৌরসভা শাখার প্রধান উপদেষ্টা উপাধ্যক্ষ আব্দুল লতিফ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের পাবনা জেলা সভাপতি অধ্যাপক রেজাউল করিম, সহ-সভাপতি মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক বদিউজ্জামান বিপ্লব। সম্মেলনে ২০২৫-২০২৬ সেশনের জন্য পুনরায় সভাপতি নির্বাচিত হয়েছেন মাওলানা জসিম উদ্দিন, সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, লুৎফর রহমান, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রউফ, সহ-সাধারণ সম্পাদক মো. হাসানুল বান্না রুবেল, মোহাম্মদ আরিফ হোসেন, সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ হোসেন, কোষাধক্ষ সম্পাদক হাফেজ আনোয়ার, অফিস সম্পাদক আব্দুল হালিম, প্রচার সম্পাদক আলী আহমেদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আতিকুর রহমান, আইন বিষয়ক সম্পাদক মাহবুব হোসেন, চিকিৎসা বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম। এছাড়া বিভিন্ন সম্পাদক ও সদস্য রয়েছে মোহাম্মদ আব্দুর রহিম, মো. আব্দুল্লাহ, মোহাম্মদ শাহিন, মোহাম্মদ রাজ্জাক, মোহাম্মদ রাসেলসহ সর্বমোট ৩৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
আলেমদের সাথে সভা জামায়াতের মতবিনিময়
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে স্থানীয় ও মসজিদের ইমাম এবং আলেমদের সাথে মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গত ৬ ডিসেম্বর শুক্রবার সকালে উপজেলার পিরোজপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সুগন্ধা রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ দক্ষিণের কর্মী আব্দুল হাই এর সঞ্চালনায় ও ড. আসগার ইবনে হযরত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী এডুকেশন সোসাইটির পরিচালক, জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সোনারগাঁ আইডিয়াল কলেজের প্রিন্সিপাল অধ্যক্ষ ড. ইকবাল হোসাইন ভূঁইয়া। এ সভায় প্রধান মেহমান হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. মাসুম রানা।
সভায় বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ মহানগরীর কর্মপরিষদ সদস্য ও মজলিসে সূরা সদস্য মাওলানা সাইফুদ্দিন মনির ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সোনারগাঁ দক্ষিণের সেক্রেটারি মো. আশাদুল ইসলাম। এ সভায় উপজেলার পিরোজপুর ইউনিয়ন এলাকার মসজিদের খতিব, ইমাম, মোয়াজ্জিন এবং মাদরাসার মুহতামিম ও ওলামায়ে কেরামসহ গণ্যমান্য শতাধিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কেশবপুর উপজেলা জামায়াতের উদ্যোগে আর্থিক সহতায় প্রদান
এম আব্দুর রহমান, কেশবপুর (যশোর) : যশোরের কেশবপুরে বাংলাদেশ জামায়াত ইসলামীর উদ্যোগে গত ৩ ডিসেম্বর মঙ্গলবার দুপুরে স্বল্প পুঁজির ব্যবসায়ীদের মাঝে ছাগল ও আর্থিক সহতায় প্রদান করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেশবপুর উপজেলা আমীর বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মো. মুক্তার আলী। বিশেষ অতিথি ছিলেন যশোর জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যক্ষ আবু জাফর সিদ্দিকী, যশোর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি প্রভাষক মনিরুল ইসলাম। উপস্থিত ছিলেন উপজেলা সেক্রেটারি মাস্টার রফিকুল ইসলাম, সহকারী সেক্রেটারি সুপার মাওলানা রেজাউল ইসলাম, এডভোকেট ওজিয়ার রহমান, পৌরসভার আমীর অধ্যাপক তবিবুর রহমান, সহকারী অধ্যাপক মাওলানা আলফাজুর রহমান, প্রভাষক তাজামুল ইসলাম প্রমুখ।
নাজিরহাটে জামায়াতের সীরাতুন্নবী (সা.) মাহফিল
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ শাহাজাহান চৌধুরী বলেছেন, চট্টগ্রাম আদালতে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করেছিলেন। ভারতে বাংলাদেশ দূতাবাসে আগুন দিয়েছেন। মনে করছেন বাংলার তাওহিদী জনতা এদেশের হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেবে। এ দেশের শান্তিপ্রিয় নাগরিক অরাজকতা করবে না। সকল ষড়যন্ত্র মোকাবিলা করবে। গত ২ ডিসেম্বর সোমবার ফটিকছড়ির নাজিরহাট ঝংকার মোড়স্থ জারিয়া চত্বরে নাজিরহাট পৌর জামায়াতের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নাজিরহাট পৌরসভা জামায়াতের সভাপতি বায়েজিদ হাসান মুরাদের সভাপতিত্বে মাহফিলে প্রধান বক্তার বক্তব্য রাখেন চট্টগ্রাম উত্তর জেলা জামায়াতের আমীর আলাউদ্দিন সিকদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি আব্দুল জব্বার, উত্তর জেলা জামায়াতের প্রচার সম্পাদক রফিকুল ইসলাম, প্রধান ওয়ায়েজ ছিলেন চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মাওলানা বি এম মফিজুর রহমান আযহারী। বিশেষ ওয়ায়েজ ছিলেন মজলিসুল ওলামা বাংলাদেশের মহাসচিব ও স্টেশন রোড় জামে মসজিদের খতিব মাওলানা মামুনুর রশিদ নূরী।
ফটিকছড়ি থানা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদের সঞ্চালনায় মাহফিলে বক্তব্য রাখেন হাটহাজারী থানা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম, ফটিকছড়ি থানা জামায়াতের আমীর নাজিম উদ্দিন ইমু, ভূজপুর থানা জামায়াতের আমীর অধ্যাপক জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমীর এডভোকেট ইসমাইল গনী, হাটহাজারী উপজেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক শোয়াইব চৌধুরী, এডভোকেট আলমগীর মুহাম্মদ ইউনুছ, সাবেক উপজেলা আমীর মাস্টার নাজিম উদ্দিন সিকদার, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা নুর মোহাম্মদ আল কাদেরী প্রমুখ।
খুলশী থানা জামায়াতের কর্মী সম্মেলন
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, সংসদীয় দলের সাবেক হুইপ, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমীর ও সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী বলেছেন, ভারত থেকে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি দিতে হবে। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের যে মঞ্চে নির্বিচারে হত্যা করা হয়েছিল তাকেও একই মঞ্চে নিয়ে ফাঁসি দিতে হবে। ফ্যাসিস্টের বিচার না হওয়া পর্যন্ত শেখ পরিবার বাংলার জমিনে আর রাজনীতি করতে পারবে না। গত ৬ ডিসেম্বর শুক্রবার সকালে চট্টগ্রামের পাহাড়তলী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর খুলশী থানা জামায়াতের আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলশী থানা জামায়াতের আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়ার সভাপতিত্বে এবং খুলশী থানার নায়েবে আমীর আইয়ুব আলী হায়দার, সেক্রেটারি আমান উল্লাহ আমান ও কর্মপরিষদ সদস্য দেলোয়ার হোসেনের সঞ্চালনায় কর্মী সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূূরা সদস্য ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের নায়েবে আমীর মুহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগরী জামায়াতের এসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস এবং মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী। সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন সাতকানিয়া আলিয়া মাদরাসার অধ্যক্ষ মাওলানা মনিরুল আলম।
সাতক্ষীরা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কমিটি গঠন
সাতক্ষীরা সংবাদদাতা: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সাতক্ষীরা জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (৭ ডিসেম্বর) সকালে সাতক্ষীরা মুন্সিপাড়াস্থ কাজী শামসুর রহমান মিলনায়তনে এ দ্বিবার্ষিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে আগামী ২০২৫-২৬ সেশনের জন্য জেলা সভাপতি নির্বাচিত হন অধ্যাপক গাজী সুজায়েত আলী এবং অধ্যাপক মো. আব্দুল গফ্ফার কে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ৩৫ সদস্য বিশিষ্ট জেলা কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।
জেলা সভাপতি অধ্যাপক গাজী সুজায়েত আলীর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল সভাপতি ও খুলনা সিটি কর্পোরেশনের নির্বাচিত সাবেক কাউন্সিলর মাষ্টার শফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলার প্রধান উপদেষ্টা জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা আমীর অধ্যাপক শহিদুল ইসলাম মুকুল, নায়েবে আমীর শেখ নুরুল হুদা।
সম্মেলনে অধ্যাপক গাজী সুজায়াত আলী সভাপতি, সহ-সভাপতি অধ্যাপক আব্দুল জলিল ও মাওলানা আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল গফফার, সহ-সাধারণ সম্পাদক মো. আবু হোরায়রা ও মো. ফিরোজ আউয়াল, সাংগঠনিক সম্পাদক মাওলানা রুহুল কুদ্দুস, সহ-সাধারণ সম্পাদক (মহিলা) মোছা. জেবুন্নেছা, সহ-সাংগঠনিক সম্পাদক হলো মাস্টার আমিনুর রহমান, কোষাধ্যক্ষ মাওলানা মশিউর রহমান, সহ-কোষাধ্যক্ষ মাওলানা আব্দুল হালিম, দপ্তর সম্পাদক মাস্টার মেহেরউল্লাহ, সহ-দপ্তর সম্পাদক মো. ইকবাল হোসেন, ট্রেড ইউনিয়ন সম্পাদক মো. আইয়ুব হোসেন, সহ-ট্রেড ইউনিয়ন সম্পাদক মো. আনওয়ারুল ইসলাম, প্রচার ও প্রযুক্তি সম্পাদক মাস্টার সালাউদ্দিন, সহ-প্রচার ও প্রযুক্তি সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক অধ্যাপক শাহাজান, সহ-শিক্ষা প্রশিক্ষণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, পাঠাগার ও প্রকাশনা সম্পাদক মাস্টার আব্দুর রশিদ, সহ-পাঠাগার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মাওলানা আব্দুল মালেক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মাওলানা রুহুল আমিন, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. লুৎফর রহমান, আইন আদালত সম্পাদক মো. মাসুম বিল্লাহ, সাহায্য পুনর্বাসন সম্পাদক মেম্বর আব্দুর হাকিম, সহসাহায্য পুনর্বাসন সম্পাদক মাহামুদ হোসেন, কর্মসংস্থান সম্পাদক হাফেজ আব্দুর রব, সহ-কর্মসংস্থান সম্পাদক মাওলানা মিজানুর রহমান, চিকিৎসা ও স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাসুম খান, চৌধুরী নির্বাচিত হন।
সম্মেলনে নতুন সভাপতিকে শপথবাক্য পাঠ করান বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সভাপতি ও খুলনা অঞ্চল সভাপতি মাস্টার শফিকুল আলম। এরপর সব নির্বাচিত কার্যনির্বাহী সদস্যদের শপথবাক্য পাঠ করান নবনির্বাচিত সভাপতি অধ্যাপক গাজী সুজায়াত আলী।